পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নভেম্বরেই হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশের পঞ্চম কাউন্সেলিং

মালটিপল ব়্যাঙ্কিংয়ের কারণে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর এখনও রয়েছে শূন্যপদ ৷ SSC সূত্রে খবর , সেই পদগুলিতেই পঞ্চম তথা শেষ দফার কাউন্সেলিং হবে ।

bhaban

By

Published : Oct 30, 2019, 9:34 PM IST

কলকাতা, 30 অক্টোবর : নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং সেপ্টেম্বরে শেষ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC) । এরপর কাউন্সেলিং হবে কি না তা নিয়ে সন্ধিহান ছিল সংশ্লিষ্ট মহল । SSC সূত্রে খবর , নভেম্বরেই হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশের পঞ্চম দফার কাউন্সেলিং । এটিই শেষ দফার কাউন্সেলিং ৷

20 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত নবম-দশমের চতুর্থ দফার কাউন্সেলিং করে SSC । চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর মোট শূন্যপদ ছিল 2486 টি । 4 ও 5 সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির চতুর্থ দফার কাউন্সেলিং করে কমিশন । মোট 859 টি শূন্যপদে হয়েছিল এই কাউন্সেলিং । মালটিপল ব়্যাঙ্কিংয়ের কারণে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর এখনও রয়েছে শূন্যপদ ৷ SSC সূত্রে খবর , সেই পদগুলিতেই পঞ্চম তথা শেষ দফার কাউন্সেলিং হবে ।

কাউন্সেলিংয়ের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "এটাই শেষ দফার কাউন্সেলিং । এরপর আর কোনও কাউন্সেলিং হবে না । আগের শূন্যপদ যেগুলো বেঁচে ছিল সেগুলোতেই হবে । এবারে আর মালটিপল ব়্যাঙ্কিং রাখা হবে না । একটা করে দিয়ে দেওয়া হবে, যতগুলো দেওয়া যায় । না হলে এই প্রক্রিয়া কখনও শেষ হবে না ।" সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং হবে । নভেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি যে কোনও দু'দিনে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে ।

ABOUT THE AUTHOR

...view details