কলকাতা, 29 অগস্ট: ফের সিবিআই হেফাজতে পাঠানো হল প্রসন্ন রায়কে (Prasanna Roy)। 5 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন তিনি । জানিয়ে দিল সিবিআই-এর বিশেষ আদালত । শিক্ষা দুর্নীতি কাণ্ডে ধৃত এসএসসি-র তৎকালীন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রদীপ সিং-কে জিজ্ঞাসাবাদ করে নিউ টাউনের এই কোটিপতি প্রসন্ন রায়ের হদিশ পায় সিবিআই (CBI custody)। সেই মতোই তাঁকে গ্রেফতার করা হয় ।
আজ ফের প্রসন্ন রায়কে (Arrested middleman) আদালতে পেশ করে সিবিআই । এ দিন আদালতে সিবিআই-এর তরফ থেকে বলা হয়, প্রসন্ন রায় জেরায় মুখ খুলছেন না । কিন্তু প্রসন্ন রায়ের বাড়ি এবং বিষয়-সম্পত্তির বিষয়টি এই মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সেই কারণেই এই অপরাধের ঘটনায় তাঁকে ফের নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই ।
শিক্ষা দুর্নীতি কাণ্ডে এসএসসি-র (SSC Scam) তৎকালীন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ মিডলম্যান হিসেবে কাজ করতেন প্রসন্ন রায় । ইতিমধ্যেই প্রসন্ন রায়ের নিউ টাউন এলাকায় কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে । সিবিআই সূত্রের খবর, শুধু নিউ টাউন নয়, গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরেও সম্পত্তি রয়েছে প্রসন্নর ।
আরও পড়ুন:পার্থ শিক্ষামন্ত্রী হওয়ার পরেই জামাই পরিচয়ে 200 বিঘা জমি কেনে প্রসন্ন
এর আগে গ্রেফতারির পর নিজেদের হেফাজতে প্রসন্নকে নিয়ে একাধিকবার জেরা পর্ব চালায় সিবিআই । কিন্তু নিজাম প্যালেস সূত্রের খবর, জেরায় সেই ভাবে মুখ খুলতে চাননি প্রসন্ন । সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রসন্নর সঙ্গে শিক্ষা দুর্নীতি কাণ্ডে অন্যান্য আরও অনেকে যুক্ত রয়েছেন ৷ ফলে প্রসন্নকে জেরা করে সেই সব ব্যক্তির হদিশ পেতে চায় সিবিআই । নিজাম প্যালেস সূত্রের খবর, ধৃত প্রসন্ন রায়কে নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখার 15 তলায় অস্থায়ী লকআপে নিয়ে গিয়ে আজ বিকেল থেকেই শুরু হবে জেরা পর্ব ।