পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Case : 573 গ্রুপ-ডি'র চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

এসএসসি নিয়োগ মামলায় বুধবার 573 জন গ্রুপ-ডি কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল জানাবে রাজ্য সরকার (SSC Recruitment Corruption Case in Calcutta High Court) ৷

SSC Recruitment Case News
এসএসসি নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের

By

Published : Feb 10, 2022, 12:07 PM IST

Updated : Feb 10, 2022, 2:59 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : 573 জন গ্রুপ-ডি কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করবে রাজ্য সরকার । গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 573 জন গ্রুপ-ডি কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে (SSC Recruitment Corruption Case in Calcutta High Court) । সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানাচ্ছে রাজ্য সরকার ৷

রাজ্য সরকার আবেদনে জানিয়েছে, এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে । তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন । কিন্তু কমিটি এখনও পর্যন্ত কোনও রিপোর্ট ফাইল করেনি । এই পরিস্থিতিতে কীভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ 573 জনের চাকরি বাতিল করার নির্দেশ দিতে পারে ?

উল্লেখ্য, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে প্যানেল সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কয়েকশো চাকরিপ্রার্থীকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে দাবি করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের মামলার শুনানিতে জানান, গোটা বিষয়টিতেই বড় গলদ রয়েছে বলে মনে করছেন তিনি ৷ তাই এনিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন তিনি । কিন্তু সেই নির্দেশ খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয় ।

জানা গিয়েছে, এই তদন্ত কমিটিকে দু'মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু দু'মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কমিটি প্রাথমিক রিপোর্ট না দেওয়ায় গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষুব্ধ হন ৷ তারপরই তিনি 573 জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করবে রাজ্য ।

আরও পড়ুন : SSC Recruitment Case : ফের বড়সড় দুর্নীতির ইঙ্গিত, সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়া প্যানেলে নবম-দশম নিয়োগ

Last Updated : Feb 10, 2022, 2:59 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details