পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Scam: ধৃত প্রসন্নর 2 ফোন থেকে আরও মিডলম্যানের খোঁজ পেল সিবিআই - প্রসন্ন

শুধু প্রসন্নই নয়, এসএসসি দুর্নীতি (SSC Scam) কাণ্ডে মিডলম্যান হিসেবে আরও বেশ কয়েকজনের খোঁজ পেল সিবিআই ৷ গতকাল সিবিআইয়ের একটি বিশেষ দল নিউ টাউনে প্রসন্নর ফ্ল্যাটে হানা দিয়ে তাঁর দুটি ফোন উদ্ধার করেছে (CBI)।

SSC Recruitment Case CBI finds more middlemen after examining Prasanna phones
ধৃত প্রসন্নর 2 ফোন থেকে আরও মিডলম্যানের খোঁজ পেল সিবিআই

By

Published : Sep 1, 2022, 5:26 PM IST

Updated : Sep 1, 2022, 8:14 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: এসএসসি দুর্নীতি কাণ্ডের মিডলম্যান হিসেবে সিবিআইয়ের নজরে আরও বেশ কয়েকজন । গতকাল সিবিআইয়ের একটি বিশেষ দল নিউ টাউনে প্রসন্নর একটি ফ্ল্যাটে আচমকা হানা দেয় এবং সেখানে বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় । এর পরই এই তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা (CBI)।

নিজাম প্যালেস সূত্রের খবর, নিউ টাউনে প্রসন্ন ওই ফ্ল্যাট থেকে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে । এই সব নথিপত্র ছাড়াও দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা । এই দুটি ফোনে একাধিক ব্যক্তির নম্বর ইতিমধ্যেই হাতে এসেছে গোয়েন্দাদের । সিবিআইয়ের অনুমান, এই সব ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেই শিক্ষা দুর্নীতি কাণ্ডের জাল বিস্তার করতেন প্রসন্ন রায় এবং প্রদীপ সিং । ইতিমধ্যেই সেই সব ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা । খুব শিগগিরই সেই ব্যক্তিদের নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।

ফলে এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Scam) যে শুধু মিডলম্যান হিসেবে প্রদীপ সিং এবং প্রসন্ন রায় ছিলেন তা নয়, আরও অনেক মিডলম্যানের বিষয়ে তথ্য জানতে পেরেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সিবিআই সূত্রের খবর, প্রসন্নর নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোনে দেখা গিয়েছে, একই নম্বরে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ভিডিয়ো কল করা হয়েছে । যদিও প্রয়োজন শেষে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিটেড অবস্থায় রয়েছে । এই অবস্থায় কী করা যায় তার বিকল্প রাস্তা খুঁজছে সিবিআই ।

আরও পড়ুন:5 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে মিডলম্যান প্রসন্ন

সম্প্রতি রাজ্যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) মিডলম্যান অভিযোগে গ্রেফতার হন প্রদীপ সিং এবং তাঁকে জেরা করে অপর এক মিডলম্যান প্রসন্ন রায়ের হদিশ পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

প্রসন্ন রায়কে (Prasanna Roy) 5 সেপ্টেম্বর পর্যন্ত ফের সিবিআই হেফাজতে পাঠিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত । শিক্ষা দুর্নীতি কাণ্ডে ধৃত এসএসসি-র তৎকালীন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রদীপ সিং-কে জিজ্ঞাসাবাদ করে নিউ টাউনের এই কোটিপতি প্রসন্ন রায়ের হদিশ পায় সিবিআই ।

Last Updated : Sep 1, 2022, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details