কলকাতা, 1 সেপ্টেম্বর: এসএসসি দুর্নীতি কাণ্ডের মিডলম্যান হিসেবে সিবিআইয়ের নজরে আরও বেশ কয়েকজন । গতকাল সিবিআইয়ের একটি বিশেষ দল নিউ টাউনে প্রসন্নর একটি ফ্ল্যাটে আচমকা হানা দেয় এবং সেখানে বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় । এর পরই এই তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা (CBI)।
নিজাম প্যালেস সূত্রের খবর, নিউ টাউনে প্রসন্ন ওই ফ্ল্যাট থেকে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে । এই সব নথিপত্র ছাড়াও দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা । এই দুটি ফোনে একাধিক ব্যক্তির নম্বর ইতিমধ্যেই হাতে এসেছে গোয়েন্দাদের । সিবিআইয়ের অনুমান, এই সব ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেই শিক্ষা দুর্নীতি কাণ্ডের জাল বিস্তার করতেন প্রসন্ন রায় এবং প্রদীপ সিং । ইতিমধ্যেই সেই সব ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা । খুব শিগগিরই সেই ব্যক্তিদের নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।
ফলে এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Scam) যে শুধু মিডলম্যান হিসেবে প্রদীপ সিং এবং প্রসন্ন রায় ছিলেন তা নয়, আরও অনেক মিডলম্যানের বিষয়ে তথ্য জানতে পেরেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । সিবিআই সূত্রের খবর, প্রসন্নর নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোনে দেখা গিয়েছে, একই নম্বরে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ভিডিয়ো কল করা হয়েছে । যদিও প্রয়োজন শেষে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিটেড অবস্থায় রয়েছে । এই অবস্থায় কী করা যায় তার বিকল্প রাস্তা খুঁজছে সিবিআই ।