কলকাতা, ৭ মার্চ : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সুরাহা হয়নি। মেলেনি কোনও লিখিত আশ্বাস। তাই, অনশন চালিয়ে যাবেন বলে জানালেন নবম থেকে দ্বাদশ শ্রেণির ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। আজ তাঁদের অনশনের অষ্টম দিন। অনশনকারীদের দাবি, শূন্যপদ আপডেট করে ওয়েটিং লিস্টে থাকা সব প্রার্থীদের চাকরি দিতে হবে। পাশাপাশি, এই বিষয়ে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও জানান তাঁরা।
অনশন কর্মসূচির নেতৃত্বে থাকা অর্পিতা দাস বলেন, “অনশনের সপ্তম দিনে আমাদের পাঁচজন প্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। তারমধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাঁকে আমরা একটু সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। কারণ, SSKM হাসপাতালের ডাক্তাররা আমাদের সঙ্গে খুব একটা সহযোগিতা করছেন না। তাঁরা চিকিৎসার বদলে আমাদের ধমকি দিচ্ছেন। বলছেন, তোমরা অনশন তুলে নাও। অনশন করে চাকরি পাবে না। এই কারণে আমাদের প্রার্থীরা ভয়ে হাসপাতালে যেতে চাইছেন না। এখানে বসে থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, তাই আমরা তাঁদের বাড়ি পাঠিয়েছি।”