পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অসুস্থ আরও ৫, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন অনশনকারী SSC চাকরিপ্রার্থীরা

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সুরাহা হয়নি। তাই, অনশন চালিয়ে যাবেন নবম থেকে দ্বাদশ শ্রেণির ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। পাশাপাশি, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও জানান তাঁরা।

অসুস্থ অনশনকারী এক SSC চাকরিপ্রার্থী

By

Published : Mar 7, 2019, 2:40 AM IST

কলকাতা, ৭ মার্চ : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সুরাহা হয়নি। মেলেনি কোনও লিখিত আশ্বাস। তাই, অনশন চালিয়ে যাবেন বলে জানালেন নবম থেকে দ্বাদশ শ্রেণির ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। আজ তাঁদের অনশনের অষ্টম দিন। অনশনকারীদের দাবি, শূন্যপদ আপডেট করে ওয়েটিং লিস্টে থাকা সব প্রার্থীদের চাকরি দিতে হবে। পাশাপাশি, এই বিষয়ে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও জানান তাঁরা।

অনশন কর্মসূচির নেতৃত্বে থাকা অর্পিতা দাস বলেন, “অনশনের সপ্তম দিনে আমাদের পাঁচজন প্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। তারমধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাঁকে আমরা একটু সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। কারণ, SSKM হাসপাতালের ডাক্তাররা আমাদের সঙ্গে খুব একটা সহযোগিতা করছেন না। তাঁরা চিকিৎসার বদলে আমাদের ধমকি দিচ্ছেন। বলছেন, তোমরা অনশন তুলে নাও। অনশন করে চাকরি পাবে না। এই কারণে আমাদের প্রার্থীরা ভয়ে হাসপাতালে যেতে চাইছেন না। এখানে বসে থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, তাই আমরা তাঁদের বাড়ি পাঠিয়েছি।”

আর এক অনশনকারী তানিয়া শেঠ বলেন, “পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরেও আমরা কোনও সদুত্তর পাইনি। আমরা অনশনে বসে রয়েছি। তাই, এই মুহূর্তে চাইছি মুখ্যমন্ত্রী আমাদের সাহায্য করুন। আমরা এই বিষয়ে ওঁর হস্তক্ষেপ চাইছি। আসন বৃদ্ধি করে আমাদের চাকরিটা দেওয়া হোক, এটাই আমাদের মূল দাবি।”

অন্যদিকে, গতকাল অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ওঁদের বক্তব্য আমরা শুনেছি। বলেছি, যাঁদের যোগ্যতা আছে তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। তাঁরা ডিউ কোর্সে নিশ্চয়ই ইন্টারভিউতে ডাক পাবেন। ইন্টারভিউতে সফল হলে চাকরিও পাবেন।”

তবে, শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁরা ইন্টারভিউ দিয়ে সফল প্রার্থী। আর শিক্ষামন্ত্রীর কাছ থেকে এধরনের মন্তব্য অনভিপ্রেত। এই নিয়ে সোশাল মিডিয়াতেও সরব হচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা।

ABOUT THE AUTHOR

...view details