কলকাতা, 26 মে : ওড়িশার বালেশ্বর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ যে সময় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয় তখন গতিবেগ ছিল ঘণ্টায় 130 থেকে 140 কিলোমিটার ৷ আর সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘণ্টায় 155 কিলোমিটার ৷
বুধবার আবহাওয়া দফতরের তরফ থেকে এই কথা জানানো হয়েছে ৷ হাওয়া অফিস জানিয়েছে যে আপাতত এই ঘূর্ণিঝড় অতি তীব্র অবস্থাতেই রয়েছে ৷ কিন্তু সময় যত এগোবে, ততই তা আরও উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে সরে যাবে ৷ এর সঙ্গে সঙ্গেই ওই ঘূর্ণিঝড়ের শক্তি কমতে শুরু করবে ৷
আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী তিন ঘণ্টা পর যশ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ তার পর আরও ছয় ঘণ্টা পেরিয়ে গেলে যশ পরিণত হবে ঘূর্ণিঝড়ে ৷ তার পর থেকে আরও শক্তি কমতে শুরু করবে যশের ৷