পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোভিড মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স - কোভিড-19

কোভিড পরিস্থিতির মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার ৷ রাজ্য়জুড়ে অক্সিজেনের সরবরাহ অটুট রাখতে ব্য়বস্থা নেবে এই টাস্ক ফোর্স ৷

special task force headed by the Chief Secretary to deal with Covid situation
কোভিড মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স

By

Published : Apr 23, 2021, 2:51 PM IST

কলকাতা, 23 এপ্রিল : কোভিড পরিস্থিতির মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার ৷ শুক্রবার ছয় সদস্যের এই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে ৷ যার নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

প্রশাসন সূত্রে খবর, এই টাস্ক ফোর্স গোটা রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখবে এবং তারপর টাস্ক ফোর্সের পরামর্শ মাফিকই পদক্ষেপ করা হবে ৷ প্রসঙ্গত, এদিনই রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যসচিবের ৷ সেই বৈঠকে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে অক্সিজেনের জোগান-সহ সংশ্লিষ্ট সব বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে ৷

এদিকে, গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ পরিস্থিতি পর্যালোচনা করতে দফায় দফায় বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী ৷ শুক্রবারও পর্যালোচনা বৈঠকে কোভিডপ্রবণ 10টি রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হয়েছেন নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী না থাকলেও প্রতিনিধিত্ব করছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব ৷ এদিনের আলোচনায় অন্যতম প্রধান বিষয় ছিল গোটা দেশে অক্সিজেনের জোগান ও সরবরাহের অভাব ৷ একইসঙ্গে করোনা শয্য়ার আকাল নিয়েও কথা হয় এই ভার্চুয়াল বৈঠকে ৷

আরও পড়ুন :বাংলার বরাদ্দ অক্সিজেন উত্তর প্রদেশে পাঠাচ্ছে কেন্দ্র : মমতা

পশ্চিমবঙ্গে করোনা রোগীদের ভর্তি করতে হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে যাতে শয্য়ার অভাব না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট টাস্ক ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মুখ্যসচিব নিজে জেলাশাসকদের পাশাপাশি সমস্ত সরকারি হাসপাতালের সুপারের সঙ্গে বৈঠক করেছেন ৷ কথা বলেছেন বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গেও।

কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্য়া হল অক্সিজেনের সরবরাহ বজায় রাখা ৷ এক্ষেত্রে যাতে কোনও সঙ্কট তৈরি না হয়, সেই জন্য আগেভাগেই একটি টাস্ক ফোর্স গঠন করা হল বলে রাজ্য়ের তরফে জানানো হয়েছে ৷ এই টাস্ক ফোর্স প্রত্যেক দিন জেলা ভিত্তিক অক্সিজেন পরিমাণের খোঁজ নেবে ৷ গোটা রাজ্যে অক্সিজেনের জোগান অব্যাহত রাখতে নেওয়া হবে প্রয়োজনীয় সমস্ত ব্য়বস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details