কলকাতা, 20 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে আগামীকাল বিশেষ পদযাত্রার উদ্যোগ নিল কলকাতা পৌরনিগমের প্রতিনিধি। বাঘাযতীন স্টেশন রোড থেকে তালপুকুর বাজার পর্যন্ত স্বাস্থ্যসচেতনতামূলক পদযাত্রায় শামিল হবেন মেয়র পারিষদ অতীন ঘোষ ও পৌরপ্রতিনিধি বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ অন্যান্যরা । পাশাপাশি জনসাধারণের জন্য মাস্ক বিতরণ কর্মসূচিও করবেন পৌর প্রতিনিধিরা।
কোরোনা সচেতনতায় বিশেষ পদযাত্রা 101 নম্বর ওয়ার্ডে
কলকাতা পৌরনিগমের 101 নম্বর ওয়ার্ডে আগামীকাল সকালে স্বাস্থ্য সচেতনতামূলক পদযাত্রা এবং মাস্ক বিলি ৷
কলকাতা পৌরনিগমের 101 নম্বর ওয়ার্ডে আগামীকাল সকালে স্বাস্থ্য সচেতনতামূলক পদযাত্রা এবং মাস্ক বিলি করতে শামিল হবেন মেয়র পারিষদ অতীন ঘোষ এবং পৌর প্রতিনিধি বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ অন্যান্যরা। কোরোনা ভাইরাস মোকাবিলার সঙ্গে একযোগে ডেঙ্গু প্রতিরোধ নিয়েও বিশেষ সচেতনার বার্তা দেবেন তাঁরা।
কোরোনা নিয়ে কী করবেন, কী করবেন না তা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, অতীন ঘোষরা। বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকা থেকে তালপুকুর বাজার পর্যন্ত পদযাত্রার মাধ্যমে বার্তা দেবেন তাঁরা । কোরোনা সংক্রামক এড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মেনে এই পদযাত্রায় হাতে গোনা কর্মী-সমর্থক থাকবেন।