পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sarada Chit Fund Case: সারদা মামলায় জামিন কুণালের, টুইটে উচ্ছ্বসিত তৃণমূল নেতা

সারদা কাণ্ডে ইডির মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ ৷ এতদিন অন্তর্বর্তী জামিনে মুক্ত ছিলেন কুণাল ৷ আজ তাঁকে পুরোপুরি জামিনে মুক্তি দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত ৷

Special CBI Court granted confirmed bail to Kunal Ghosh in ED Saradha Case
সারদা মামলায় জামিন কুণালের, টুইটে উচ্ছ্বাসিত তৃণমূল নেতা

By

Published : Oct 4, 2021, 7:33 PM IST

Updated : Oct 4, 2021, 8:14 PM IST

কলকাতা, 4 অক্টোবর : সারদা মামলায় এতদিন অন্তর্বর্তী জামিনে মুক্ত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ আজ সিবিআইয়ের বিশেষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলায় জামিন পেলেন এই তৃণমূল নেতা ৷ আজ কুণাল ঘোষ নিজে টুইট করে সেই খবর জানিয়েছেন ৷ পাশাপাশি এও জানিয়েছেন, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় দু’তরফের বক্তব্য শোনার পরেই তাঁর জামিন মঞ্জুর করেছেন ৷

সারদার এক সংবাদ চ্যানেলের নিউজ এডিটরের দায়িত্বে ছিলেন কুণাল ৷ সেই সময় সারদার বেআইনি চিটফান্ডের টাকা তছরুপে অন্যতম অভিযুক্ত তিনি ৷ 2013 সালের নভেম্বর মাসে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তার আগেই অবশ্য সারদা কর্তা সুদীপ্ত সেনকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ তাঁকে জেরা করেই কুণাল ঘোষ সম্পর্কে গোয়েন্দারা জানতে পেরেছিলেন ৷ তার পর দীর্ঘ কয়েক বছর জেলে বন্দি থাকার পর অন্তর্বর্তীকালীন জামিনে জেলমুক্তি হয় কুণালের ৷

আরও পড়ুন : BJP Observers : উপনির্বাচনের চার কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগ বিজেপির

কিন্তু, সেই জামিনের কোনও রক্ষাকবচ ছিল না ৷ দীর্ঘ কয়েক বছর পর আজ ইডি’র দায়ের করা সেই মামলায় কুণাল ঘোষের জামিন মঞ্জুর হয়েছে ৷ আজ সিবিআইয়ের বিশেষ আদালতে মামলাটি ওঠে ৷ যেখানে কুণাল ঘোষ নিজে উপস্থিত না থাকলেও, তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে কুণালের হয়ে জামিনের আবেদন করেন ৷ ইডি’র তরফে আইনজীবী অভিজিৎ ভদ্র সওয়াল করেন ৷ দুই তরফের সওয়াল-জবাবের পর আদালত কুণাল ঘোষের জামিন মঞ্জুর করেছেন ৷ তাঁর এই জামিন মঞ্জুরের পরেই কুণালকে সোশ্য়াল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে ৷ টুইটের শেষে বাংলায় ‘জয় মা’ উল্লেখ করেছেন কুণাল ৷

আরও পড়ুন : CBI : হাইকোর্টের নির্দেশ মেনে বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করলেন সিবিআই আধিকারিকরা

Last Updated : Oct 4, 2021, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details