পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Biman Banerjee : শোকপ্রস্তাবের মাঝেই বেজে উঠল মোবাইল, ক্ষোভ প্রকাশ অধ্যক্ষের

শীতকালীন অধিবেশের প্রথম দিনে বিধায়কদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ শোক প্রস্তাব পালনের সময় পর পর পাঁচ থেকে ছ’জনের মোবাইল একের পর এক বেজে ওঠে ৷ এতেই ক্ষুব্ধ হন অধ্যক্ষ ৷

speaker Biman Banerjee is offended by mobile ringtone during condolence resolution in assembly
Biman Banerjee : শোক প্রস্তাবের মাঝেই বেজে উঠল মোবাইল, ক্ষোভ প্রকাশ অধ্যক্ষের

By

Published : Nov 1, 2021, 8:16 PM IST

কলকাতা, 1 নভেম্বর :অতীতেও বিধানসভায় বিধায়কদের মোবাইল বাজা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) ৷ কিন্তু, তাতেও যে বিধায়কদের হুঁশ ফেরেনি, তার প্রমাণ মিলল সোমবার ৷ শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় শোকপ্রস্তাব পাঠের সময় অধিবেশন কক্ষেই বেজে উঠল মোবাইল ফোন ৷ তাও একটা নয়, একের পর এক মোবাইলের রিং টোন বাজতে থাকে ৷ নীরবতা ভঙ্গ করে এভাবে একের পর এক মোবাইল বাজায় রীতিমতো বিরক্ত হন অধ্যক্ষ ৷ বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ৷

আরও পড়ুন :Assembly Winter Session : এক বছর 8 মাস পর বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয় বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ নিয়ম মাফিক, শোকপ্রস্তাব পালনের মধ্যে দিয়ে সভার কাজ শুরুর প্রক্রিয়া আরম্ভ করা হয় ৷ প্রয়াতদের উদ্দেশ্যে পালন করা হয় নীরবতা ৷ ঠিক এই সময়েই পর পর পাঁচ থেকে ছ’জনের মোবাইল একের পর এক বাজতে থাকে ৷ শোকপ্রস্তাবের শেষে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ ৷

আরও পড়ুন :Mamata Banerjee: কংগ্রেস-বিজেপির মধ্যে আঁতাত, কালীপুজোর উদ্বোধনে গিয়ে তীব্র আক্রমণ মমতার

এদিনের এই ঘটনা প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘বিধানসভার অন্দরে এমন ঘটনা কখনই কাম্য নয় ৷ আমি আশা করব, আগামী দিনে বিধায়করা বিধানসভা কক্ষে ঢোকার আগে মোবাইল সাইলেন্ট অথবা সুইচ্ড অফ করে রাখবেন ৷ তা না হলে অদূর ভবিষ্যতে মোবাইল বাইরে রেখেই ভিতরে ঢুকতে হবে ৷’’ এদিন সমস্ত বিধায়ককেই মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে সতর্ক করেন বিমান ৷

ABOUT THE AUTHOR

...view details