পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনায় আক্রান্ত শোভনদেব চট্টোপাধ্য়ায়

করোনায় আক্রান্ত হলেন রাজ্য়ের আরও এক মন্ত্রী ৷ বৃহস্পতিবার জানা যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন রাজ্য়ের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় ৷ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

West Bengal power minister affected in Corona
কোরোনায় আক্রান্ত শোভনদেব চট্টোপাধ্য়ায়

By

Published : Feb 18, 2021, 2:38 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্য়ে আসে ৷

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বর, সর্দি, কাশির মতো একাধিক উপসর্গ নিয়ে ভুগছিলেন শোভনদেব ৷ এরপরই তাঁকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷

করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। টুইটে তিনি লেখেন, ‘‘আমি করোনা পজেটিভ। আপাতত হোম আইসোলেশনে রয়েছি। বিগত সাতদিনে আমার সংস্পর্শে আসা প্রত্যেককেই নিজেদের কোয়ারান্টাইন করুন।’’

আরও পড়ুন :করোনায় আক্রান্ত গুজরাতের মুখ্যমন্ত্রী

মমতা মন্ত্রিসভার অন্যতম প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক তিনি। বয়স 76 বছর ৷ বয়সের কারণেই কোভিডকালে দীর্ঘদিন রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে ছিলেন শোভনদেব। মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন অত্যন্ত সাবধানে। তা সত্ত্বেও করোনার থাবা এড়াতে পারলেন না শোভনদেব ৷

ABOUT THE AUTHOR

...view details