কলকাতা, 8 অগস্ট: পরিষদীয় মন্ত্রীর চেয়ারে বসে প্রাক্তন পরিষদীয় মন্ত্রীকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আবেগ গোপন করতে পারলেন না শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ৷ আবার এড়িয়েও গেলেন অনেক কথা ৷ প্রসঙ্গত, দলের তরফে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দিতে বারণ করা হয়েছে ৷ সকলকেই এই নির্দেশ মেনে চলতে বলেছে শীর্ষ নেতৃত্ব ৷ এমনকী, পার্থকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দলের শাস্তির মুখেও পড়তে হয়েছে এক নেতাকে !
এই প্রেক্ষাপটে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করতে গিয়ে অত্যন্ত সাবধানী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি শুধু জানালেন, পার্থ চট্টোপাধ্যায়ের পরিণতি দেখে সত্যিই খারাপ লাগছে তাঁর ৷ প্রবীণ নেতার এই আবেগ খুব স্বাভাবিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ যাঁরা শোভনদেব চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, তাঁরা ভালোভাবেই জানেন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব অনেক জায়গাতেই বলেছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি ৷ সেক্ষেত্রে পার্থকে আজ হাজতবাস করতে দেখাটা শোভনদেবের পক্ষে যথেষ্ট বেদনার ৷
আরও পড়ুন:Suvendu Adhikari: পুলিশের মদতেই গরুপাচার হয়েছে ! তদন্তের দাবিতে সরব শুভেন্দু
সোমবার বিধানসভায় অন্যান্য প্রশ্নের ফাঁকে যখন পার্থ প্রসঙ্গ তোলা হয়, তখন কিছুটা বিষাদগ্রস্ত দেখায় শোভনদেব চট্টোপাধ্যায়কে ৷ সাংবাদিকরা তাঁকে পার্থ প্রসঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেন ৷ কিন্তু, শোভনদেব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তবে, আবেগ লুকিয়ে রাখতে পারেননি প্রবীণ রাজনীতিকও ৷ হয়তো সেই কারণেই বলে ফেলেন, "দল পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যেকোনও ধরনের মতামত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ৷ আমি আজীবন দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আসা মানুষ ৷ তাই পার্থকে নিয়ে আমি কিছু বলব না ৷ তবে এটুকু বলতে পারি, পার্থ আমার হাত ধরেই রাজনীতিতে এসেছিল ৷ দেখবেন ওর বইতেও সেকথা উল্লেখ করেছে ৷ এই ঘটনা আমাকে দুঃখ দিয়েছে ৷ এর থেকে বেশি কোনও মন্তব্য করব না ৷"
যদিও এরপর তিনি আবারও বলতে শুরু করেন, "আইনের পথে বিচার হোক ৷ সে দোষী কী নির্দোষ তা প্রমাণিত হোক, তারপর এ নিয়ে অন্য মন্তব্য করা যাবে ৷ তবে এই যে ঘটনাগুলি ঘটছে, আজকে তাকে কারাবাসে থাকতে হচ্ছে, এটা আমাকে দুঃখ দিচ্ছে ৷ একটা বাচ্চা ছেলে আমার বাড়িতে এসে বলেছিল, আপনি আমার পিছনে থাকলে আমি রাজনীতিটা করতে পারব ৷ সেই পার্থকে আজ জেলখানায় থাকতে হচ্ছে, এতে আমি দুঃখ পাচ্ছি ৷ পার্থ নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে এলে, তাতে আমি খুশি হব ৷"