কলকাতা, ২৩ অগাস্ট : বক্সিং করেন, কবিতা লেখেন । কিন্তু রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আরও এক কর্মকাণ্ডের কথা হয়ত অনেকেই জানেন না । রাজনৈতিক জীবন ও মন্ত্রিত্ব গুরু দায়িত্ব সামলানোর ফাঁকে পুরোহিতের ভূমিকায় দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে । বহু যজমান রয়েছে তাঁর । তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় তৃণমূল ভবনে বিভিন্ন পুজো বা যে কোনও শুভ অনুষ্ঠান হলেই ডাক পড়ে তাঁর । যেমন শনিবার তৃণমূল ভবনে গণেশ পুজো করলেন তিনি । এরপর হরিশ পার্কেও পুজো করেন । শনিবার গণেশ পুজোতে ব্যস্ত থাকতে দেখা গেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে ।
গণেশ পুজোয় পুরোহিতের আসনে বিদ্যুৎমন্ত্রী
তৃণমূল ভবনে ও হরিশ পার্কে গণেশ পুজোয় পুরোহিতের কাজ করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।
ধোপ দুরস্ত ধুতি, পাঞ্জাবি পরে গায়ে নামাবলী চাপিয়ে সকাল সকাল পুরোহিতের কাজ করতে বেরিয়ে পড়েন শোভনদেব চট্টোপাধ্যায় । শনিবার ছিল গণেশ চতুর্থী । সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে ওঠে গোটা দেশ তথা রাজ্যের মানুষ । শনিবার প্রথমে তৃণমূল ভবনে গণেশ পুজো করেন মন্ত্রী । তারপর হরিশ পার্কেও পুজো করেন তিনি । একইরকম ভাবে সারাবছর লক্ষ্মী, সরস্বতীসহ বিভিন্ন পুজো করার জন্য পুরোহিত হিসেবে ডাক পড়ে শোভনদেববাবুর । তিনিও নিষ্ঠা সহকারে পুজো করেন । অনেক খুব ছোটবেলা থেকে পুজো করতে আগ্রহী ছিলেন শোভনদেববাবু । তাঁর বাড়িতে নিত্য পুজো হয় । সকালে বাড়িতে নিয়মিত পুজো দেন তিনি ।