পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফের হল ডায়ালিসিস, চোখ মেলে তাকাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবার ডায়ালিসিস করানো হয়েছে। তবে তাঁর অবস্থা আগের থেকে স্থিতিশীল বলে জানা গিয়েছে ।

soumitr
সৌমিত্র চট্টোপাধ্যায়

By

Published : Nov 3, 2020, 9:46 PM IST

কলকাতা, 3 নভেম্বর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রকম রয়েছে । নতুন করে কোনও অবনতি হয়নি । তবে, মঙ্গলবার আবার তাঁর ডায়ালিসিস করানো হয়েছে। তিনি চোখ মেলে তাকাচ্ছেন। প্রবীণ এই অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে মঙ্গলবার রাতে এমনই জানিয়েছেন চিকিৎসকরা।


চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে 6 অক্টোবর থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে। এই অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে মঙ্গলবার রাতে এই চিকিৎসক বলেন, "সৌমিত্রবাবুর রক্তচাপ, বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর শরীরে নতুন করে আর রক্তক্ষরণ হয়নি। হিমোগ্লোবিনের পরিমাণ স্থিতিশীল রয়েছে। প্লেটলেটের পরিমাণ স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে।" এই চিকিৎসক বলেন, "সৌমিত্রবাবু কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে রিলিফ দেওয়ার জন্য মঙ্গলবার আবার তার ডায়ালিসিস করানো হয়েছে। তিনি চোখ মেলে তাকাচ্ছেন।" তিনি জানিয়েছেন, এই অভিনেতার ইউরিন আউটপুট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে, তাঁর কনসাসনেস একই রকম রয়েছে।


তিনি আরও বলেন, সৌমিত্রবাবুকে সুস্থ করে তোলার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে, তাঁর 85 বছর বয়স, বিভিন্ন কোমরবিডিটি এবং এতদিন হাসপাতালের ICU-তে রয়েছেন । এ সবের জেরে তাঁকে সুস্থ করে তোলার বিষয়টি যথেষ্ট কঠিন। এই চিকিৎসক জানিয়েছেন, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর নিউরোলজিকাল সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা হবে।

ABOUT THE AUTHOR

...view details