কলকাতা, 23 ফেব্রুয়ারি :প্রয়াত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী রেণু চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে দুপুরে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে না উপস্থিত হতে পারলেও মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী রেণু চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে দুপুরে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের সময়ও রাজনৈতিক যাবতীয় দূরত্ব সরিয়ে রেখে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী রেণু চট্টোপাধ্যায়কে আশ্বাস দিয়েছিলেন যে তাঁর পাশে আছে সরকার। এদিনও দেখা গেল, রেণু চট্টোপাধ্যায়ের শেষ যাত্রাতেও নিজের কথা রাখলেন মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাসের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন :অভিষেকের বাড়িতে মমতা