কলকাতা, 3 জানুয়ারি : অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়নের (AIDSO) তরফে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছিল বুধবার। কলেজ স্ট্রিটের কলেজ স্কয়্যারের এই ছাত্র কনভেনশনে উপস্থিত ছিলেন জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ছাত্রনেত্রী সোমিয়া শামল ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী শ্রেয়া সিং । পড়ুয়াদের উপর পুলিশের আক্রমণের কড়া সমালোচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেনসোমিয়া ।
বুধবারের কনভেনশন থেকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী সোমিয়া শামল বলেন, "13 ডিসেম্বর ওখানকার পড়ুয়ারাএকটা সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল । মিছিল শুরু হওয়ার পরই লাঠিচার্জ করে পুলিশ। 300 জন পড়ুয়াকে আটক করে নিয়ে যাওয়া হয় । তারপর ক্যাম্পাসের মধ্যে ঢোকে পুলিশ । পড়ুয়াদের সামনে পেয়ে মারধর শুরু করে করে ৷ তাদের তুলে নিয়ে যাওয়া হয় । এই ঘটনার প্রতিবাদে 14 ডিসেম্বর পড়ুয়াদের একাংশ ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ দেখায় । পরীক্ষা বয়কটেরও সিদ্ধান্ত নেয় । কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে দেয় । 15 ডিসেম্বর শান্তিপূর্ণ মিছিলে পুলিশ এসে বর্বরতার সঙ্গে লাঠিচার্জ করে। পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে যায় ৷ কিন্তু, তাতেও খুব একটা লাভ হয়নি । বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে লাইব্রেরিতে যে পড়ুয়ারা ছিল তাদের মারধর করতে থাকে পুলিশ ৷ ভাঙচুর চালানো হয় লাইব্রেরিতে । এমনকি গার্লস হস্টেলে ঢুকে চুল ধরে ছাত্রীদের বাইরে বের করে এনে মারা হয় । তবে এখনও চলছে আমাদের আন্দোলন । এই আন্দোলন সাধারণ ছাত্র-ছাত্রীদের । তাঁরা দিল্লির ঠান্ডাতেও আন্দোলন চালাচ্ছেন । দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই হচ্ছে এই আন্দোলন। আমরা চাই এই আন্দোলনকে সঠিক পথে নিয়ে যেতে।"