কলকাতা, 25 অগস্ট: 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও' এই স্লোগানে পূর্ব ভারত জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে জাঠা করছে এসএফআই । কলকাতার বিভিন্ন অংশে এই জাঠার সমর্থনে সভা সমাবেশ হয়েছে (SFI March for Education) । বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনের সামনে কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয় । সেই সমাবেশ থেকেই রাজ্য ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা (SFI attacks Mamata govt) ।
বৃহস্পতিবারের কেন্দ্রীয় সমাবেশে অন্যতম বক্তা ছিলেন এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর (Dipsita Dhar,) প্রাক্তন এসএফআই নেতা সায়নদ্বীপ মিত্র, এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি দেবাঞ্জন দে প্রমূখ । এদিন দীপ্সিতা বলেন, "বাংলার ইতিহাস জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় । আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের ইতিহাস জানেন না তিনি । শুধুমাত্র ক্ষমতা জাহির করতে সিধু, কানু প্রমূখ আদিবাসী-সাঁওতাল নেতাদের নামে বিশ্ববিদ্যালয় করার কথা বলছেন । যা তিনি কখনই সফলভাবে করতে পারবেন না । তিনি শুধু জাত পাতের নামে ভেদাভেদ করতে পারেন । ভাগাভাগি করতে পারেন । যাতে আমি আপনি তাঁর অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করতে পারি । তাঁর নেতৃত্বে রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা চুরি করছে, লুঠ করছে, দুর্নীতি করছে । যা আপনার আমার সাধারণ মানুষের টাকা । প্রতিবাদ করতে গেলেই মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে ।"
প্রাক্তন এসএফআই নেতা সায়নদ্বীপ মিত্র বলেন, "চারিদিকে শুধু লুঠ আর লুঠ। কাঠমানি ছাড়া কোন কাজ হচ্ছে না । হাজার হাজার শূন্য পদ খালি । সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, সিভিক মাস্টার নিয়োগ করে দলভারি করতে চাইছেন দিদিমণি । সরকারি সিস্টেমটাকেই ধ্বংস করে দিতে চাইছেন । কিন্তু আমরা বলছি এসব করলে চলবে না, দ্রুত সঠিক নিয়ম মেনে স্থায়ী পদে নিয়োগ করতে হবে ।"