কলকাতা, 26 অগস্ট : একাধিক দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি ৷ গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Scam) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) মতো হেভিওয়েটরা গ্রেফতার হয়েছেন ৷ আগামিদিনে দুর্নীতির অভিযোগে আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বিদ্ধ হতে পারেন বলে সূত্রের খবর ৷
কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে যে দুর্নীতি কাণ্ডে রাজ্যের কিছু আমলা ও পুলিশ আধিকারিকরাও লাভবান হয়েছে ৷ বিশেষ করে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) একাধিক পুলিশ আধিকারিকের জড়িত থাকার তথ্য গোয়েন্দাদের হাতে পৌঁছেছে বলে সূত্রের খবর ৷
যদিও এখনও কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি সিবিআই (CBI) ও ইডিকে (ED) ৷ তবে সূত্রের খবর, বিভিন্ন জেলায় পুলিশ সুপার ও বিভিন্ন রেঞ্জের ডিআইজি হিসেবে কাজ করার সময় একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কয়লাপাচার কাণ্ডে জড়িয়ে গিয়েছেন ৷ পাচারের টাকাও তাঁরা পেয়েছেন ৷ 2016 সাল থেকে 2022 সালের মধ্য়ে ওই পুলিশ আধিকারিকদের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে হু হু করে ৷