কলকাতা, 22 অক্টোবর: শুক্রবার দুপুর একটা নাগাদ দক্ষিণ কলকাতার চেতলা বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল বাহিনীর কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ এই অগ্নকাণ্ডের ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও আগুনের তাপে চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
জানা গিয়েছে, এদিন দুপুর ১টা ১৫ নাগাদ চেতলার এই বস্তিতে একটি ঝুপড়িতে আগুন লাগে । সেই আগুনে ঝলসে যায় ঝুপড়িতে থাকা চারজন । আহতদের মধ্যে দু'জন শিশুও রয়েছে ৷ দমকল দফতরের এক আধিকারিকের জানিয়েছেন, যেহেতু ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে তাই আশঙ্কা ছিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ৷ দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করে এই বিপত্তি ঘটে থাকতে পারে ।