কলকতা, 12 জানুয়ারি : এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চায় না কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড । তাই শিয়ালদহ অঞ্চলে KMRCL এর সুড়ঙ্গের কাজ চলাকালীন বন্ধ রাখা হবে শিয়ালদহ ফ্লাইওভার। আজ, মঙ্গলবার সেই বিষয় চূড়ান্ত ছাড়পত্র মিলেছে কলকাতা পুলিশের তরফে।
শেষ শিয়ালদহ সুড়ঙ্গ খননের কাজ। এবার টিবিএম বোরিং মেশিন উর্বি এগোচ্ছে বউবাজারের দিকে। ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ খননের কাজ ধীরে ধীরে এগোচ্ছে বৌবাজারের দিকে। তাই বৌবাজারে টানেল বোরিং মেশিন চান্ডির কাজের সময় যে বিপত্তি ঘটেছিল সেই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে, আর না ঘটে তাই আগের থেকেই প্রস্তুতি নিচ্ছে । তাই 15 জানুয়ারি রাত 11টা থেকে 19 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার।
জানা গিয়েছে যে শিয়ালদহ অঞ্চলে টিবিএম উর্বি দিয়ে সুড়ঙ্গ খননের কাজ চলবে এই 79 ঘন্টা ধরে। আর এই দিনগুলি বেছে নেওয়ার কারণ হল শুক্রবার রাত 11-টা থেকে সপ্তাহান্তে গাড়ির চাপ কিছুটা কম থাকে। সঙ্গে মানুষের ভিড়ও অনেকটাই কমে থাকবে। এলাকার মানুষজনের তেমন একটা অসুবিধাও হবে না।
আরও পড়ুন :লকডাউনে উপার্জনহীন হস্তশিল্পীদের বিকল্প ভাবনা "মুক্তহাট"
টিবিএম সূত্রের তরফে জানা গিয়েছে যে বিষয়টি নিয়ে চলতি সপ্তাহের শুরুতেই টিবিএম, শিয়ালদহ ট্রাফিক গার্ড পুলিশ ও পুলিশের বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকদের এক দফায় বৈঠকও হয়েছে। বৈঠকের পরে দুই তরফের একটি রিপোর্ট লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের অনুমতির জন্য পাঠানো হয়েছে। তাছাড়া ওই এলাকায় বেশ কিছু দোকান বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।