পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কত শূন্যপদে তৃতীয় কাউন্সেলিং ? জানতে পড়ুুুন

তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ SSC-এর ওয়েবসাইটে

আচার্য ভবন

By

Published : Mar 17, 2019, 4:32 AM IST

কলকাতা, ১৭ মার্চ : ক্লাস ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক পরশু প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি, তৃতীয় কাউন্সেলিংয়ের জন্য চূড়ান্ত শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু, ঠিক কত শূন্যপদে হতে চলেছে ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং? কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, তৃতীয় কাউন্সেলিং শুরুর সময় যা বলেছিলেন তার থেকে অনেক কম শূন্যপদে হচ্ছে। ঠিক কতগুলি শূন্যপদে তৃতীয় কাউন্সেলিং হচ্ছে তা তিনি নির্দিষ্টভাবে বলতে পারেননি। তবে, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয় ও ক্যাটাগরির শূন্যপদ গুনে জানা গেছে, ৭৫০ নয়, ৪৯৩টি শূন্যপদে হতে চলেছে ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং। যার জন্য ২৮৬ জন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীকে ডাকা হয়েছে তৃতীয় কাউন্সেলিংয়ে।

গত ৮ মার্চ ক্লাস নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং শুরুর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ ও ২০ মার্চ হবে ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিং। সেদিনই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছিলেন, ইলেভেন-টুয়েলভের শূন্যপদ প্রায় ৭৫০। যদিও, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই একটি সাংবাদিক বৈঠক করে সৌমিত্র সরকার জানিয়েছিলেন, দু'দফার কাউন্সেলিং ও নিয়োগের পর ইলেভেন-টুয়েলভের শূন্যপদ বাকি রয়েছে ৮২২টি। যদিও, ওই ৮২২টি শূন্যপদকে 'সুইটেবল ক্যান্ডিডেট নট ফাউন্ড' বলা হয়েছিল। অবশেষে গত পরশু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া শূন্যপদের তালিকা থেকে দেখা যাচ্ছে, তৃতীয় কাউন্সেলিংয়ের চূড়ান্ত শূন্যপদের সংখ্যা মাত্র ৪৯৩টি। আর ম্যাল্টিপল র‍্যাঙ্কিংয়ের কারণে এই শূন্যপদগুলির জন্য মাত্র ২৮৬ জন প্রার্থীকে ডাকা হচ্ছে বলে জানা গেছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে।

শূন্যপদ কতগুলি? উত্তরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "যা বলেছিলাম তার থেকে অনেক কম।" কিন্তু, ঠিক কত তা এখনই বলতে পারবেন না বলে জানান তিনি। স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী, ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের ৪৯৮টি শূন্যপদে হবে। কিন্তু, কেন শূন্যপদ এত কমে গেল? স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "সিট কমে যায়নি। যতগুলো ভ্যাকেন্সি আমাদের কাছে রিপোর্টেড হয়েছিল আমরা নিশ্চিত হয়ে নিয়েছি যে সেগুলো সঠিক। সেগুলোর উপরই আমরা কাজ করছি। আর যেগুলো আমাদের মনে হয়েছে আবার রি-ভেরিফাই করা দরকার সেগুলো আমরা দিচ্ছি না।" ভুল রেকমেন্ডেশনের কারণে প্রার্থীরা আবার ফিরে আসার কারণে এই সতর্কীকরণের কারণ বলে জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের ওই আধিকারিক। তিনি বলেন, "ওই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে তার জন্য চেয়ারম্যান স্যার সাবধানতা অবলম্বন করেছেন। যেগুলো সঠিক হবে, সেগুলোর ক্ষেত্রেই আমরা এগিয়ে যাব। এবং যেগুলো সন্দেহজনক মনে হবে যে, এগুলো দেখা দরকার, সেগুলো দেখে পরে ব্যবস্থা নেওয়া হবে।"

অর্থাৎ, কমিশন যেগুলিকে ভুল বলে মনে করছে সেই শূন্যপদগুলিকে এই তৃতীয় কাউন্সেলিংয়ে রাখা হচ্ছে না। প্রার্থীদের যাতে সমস্যা না হয় সেই কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে কমিশনের তরফে। ওই আধিকারিক বলেন, "আমরা যাচাই না করে আর ছেলে-মেয়েদের ভোগাচ্ছি না। আমরাও কোনও দুর্ভোগের মধ্যে পড়তে চাইছি না। আর আমরা দেরিও করতে চাইছি না। আমাদের যা অ্যাভেলেভেল রয়েছে তার পরিপ্রেক্ষিতে যতগুলো প্রার্থীকে রিলিফ দেওয়া যায় দিয়ে দিচ্ছি। সবগুলোকে যদি আমরা এক জায়গায় ঠিক করে নিয়ে করতে যায় তাহলে হয়তো আমাদের আরও ২-৩ মাস সময় নিতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details