পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saira Shah Halim : হেরেও ‘জয়ী’ সায়রা শাহ হালিম ইটিভি ভারতের মুখোমুখি - ইটিভি ভারতের মুখোমুখি সায়রা শাহ হালিম

বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে ৷ শুধু দ্বিতীয় স্থানে উঠে আসাই নয়, বালিগঞ্জ বিধানসভায় দু'টি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে (64, 65) বাবুলকে হারিয়েছেন সায়রা শাহ হালিম ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডেই উড়িয়েছেন লাল পতাকা (Saira Shah Halim bags the second position in Ballygunge By Poll 2022) ৷

Saira Shah Halim
ইটিভি ভারতের মুখোমুখি সায়রা শাহ হালিম

By

Published : Apr 16, 2022, 7:24 PM IST

Updated : Apr 16, 2022, 7:56 PM IST

কলকাতা, 16 এপ্রিল : মাত্র এক বছরের ব্যবধানে আমূল বদলে গেল বালিগঞ্জ বিধানসভার ভোটের অঙ্ক । গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সুব্রত মুখোপাধ্যায় 75 হাজারের বেশি ভোটে জয় পেয়েছিলেন । দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী । এবারের উপনির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসা ৷ শুধু দ্বিতীয় স্থানে উঠে আসাই নয়, বালিগঞ্জ বিধানসভায় দু'টি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে (64, 65) বাবুলকে হারিয়েছেন সায়রা শাহ হালিম (Saira Shah Halim Interview) ৷

ইটিভি ভারতের মুখোমুখি সায়রা শাহ হালিম

এক বছর পরে জয়ের ব্যবধান এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে 20 হাজারে । তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জিতলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম প্রার্থী । গত নির্বাচনে বামেদের ঝুলিতে ছিল মাত্র 5% ভোট ৷ সেখান থেকে একধাক্কায় 30% পৌঁছল তারা । প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডেও উড়েছে লাল পতাকা ৷

আরও পড়ুন : বালিগঞ্জে জয়ী বাবুল, দ্বিতীয় স্থান দখল করে চমক সায়রার

2011 সালে ক্ষমতা হারানো ইস্তক রাজ্যে বামেদের ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলছিল ৷ 2019 লোকসভায় বামের ভোট রামে চলে যাওয়ায় বিজেপির আসন সংখ্যা 18-তে পৌঁছয় বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ মাত্র এক বছর আগে বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি লাল ঝান্ডাধারীরা ৷ এই পরিস্থিতিতে বালিগঞ্জ উপনির্বাচনের এই ফলাফল বামেদের নিশ্চিতভাবেই অক্সিজেন জোগাবে ৷ বাম-কংগ্রেসের জোট হলে বালিগঞ্জে লড়াইটা আরও জোরদার হত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated : Apr 16, 2022, 7:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details