বিধাননগর, 5 জুলাই : দেশ স্বাধীন হয়েছিল 1947-র 15 অগাস্ট । বিদ্যুৎ নিগম স্বাধীন হবে 2019-র 15 অগাস্ট । বিদ্যুৎ নিগমে দাঁড়িয়ে এভাবেই সরকারকে হুঁশিয়ারি দিলেন বিধাননগর পৌরনিগমের মেয়র সব্যসাচী দত্ত ।
দলের সঙ্গে দূরত্ব বেড়েছে । কিন্তু এবার সরাসরি সরকারের বিরোধিতায় নামলেন সব্যসাচী । মেয়রের নেতৃত্বেই বেতন বৃদ্ধি ও DA-র দাবিতে বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর চালান INTTUC-র সদস্যরা ।
আজ INTTUC-র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের বিদ্যুৎ ভবন । বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত । এরপরেই বিক্ষোভ মঞ্চ ছেড়ে বিদ্যুৎ ভবনের ভিতরে আন্দোলনকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় । তখনই পুলিশের ব্যারিকেড ভেঙে সব্যসাচী দত্তের নেতৃত্বে ভিতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। বিদ্যুৎ ভবনের ভিতরের গেটে ভাঙচুর চালানো হয় । পরে মাটিতে বসে বিক্ষোভ দেখান তাঁরা ।
আরও পড়ুন : টাটকা আলু হড়কে গেল, পচা আলুই কাজ দিল : সব্যসাচী
বিক্ষোভ শেষে রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি সব্যসাচী দত্ত বলেন, "2016 থেকে বিদ্যুৎ নিগম কর্মচারীদের এক পয়সা মাইনে বাড়েনি । তাদের DA দেওয়া হয়নি। কোনও অনুদান বা ভিক্ষে চাইছে না । এটা একটা কর্পোরেশন । কর্মচারীরা নিজেদের জীবন বাজি রেখে কর্পোরেশনের অর্থ উপার্জন করে দিচ্ছে । আমরা দাবি করেছিলাম, যে লাভ হচ্ছে সেই লাভের 10 শতাংশ কর্মচারীদের যার-যেরকম বেতন সেই অনুপাতে বণ্টন করা হোক । কিন্তু আজ পর্যন্ত একথায় কেউ কর্ণপাত করেননি। এখন নতুন চেয়ারম্যান, তাই একমাস সময় দিয়ে যাচ্ছি । 15 অগাস্ট 1947 দেশ স্বাধীন হয়েছিল। 15 অগাস্ট 2019 বিদ্যুৎ নিগম স্বাধীন হবে ।"
ভিডিয়োয় শুনুন সব্যসাচীর বক্তব্য