কলকাতা, 14 জুন : নিচুতলার পুলিশ কর্মীদের মানসিক ভাবে সুস্থ রাখতে এবং তাঁদের মনোবল টিকিয়ে রাখতে উদ্যোগ লালবাজারের ৷ সেই সঙ্গে পুলিশের নানা কাজের মধ্যে ঘাটতিপূরণ করতে লালবাজারে চালু হল গবেষণা ও উন্নয়ন শাখা ৷ যেখানে কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের সমস্যার কথা শোনা হবে ৷ কাজের ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে ? পাশাপাশি শহরের অপরাধ দমন ও তদন্ত প্রক্রিয়া কীভাবে হচ্ছে ? সেদিকেও নজর রাখবে কলকাতা পুলিশের নতুন এই শাখা (Research and Development Cell for Police Personnel in Lalbazar) ৷
এই গবেষণা ও উন্নয়ন শাখা খোলার মূল উদ্দেশ্য নিচুতলার পুলিশ কর্মীদের কাজের জায়গায় মানসিক ভাবে চাঙ্গা রাখা, তাঁদের মনোবল পড়তে না দেওয়া ৷ প্রসঙ্গত, সম্প্রতি পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের সামনে কলকাতা পুলিশের এক কনস্টেবল এলোপাথাড়ি গুলি চালান ৷ সেই ঘটনায় প্রাণ যায় 1 মহিলা বাইক আরোহীর ৷ পরে নিজের এসএলআর থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন সি লেপচা নামে ওই পুলিশ কর্মী ৷ যে ঘটনায় একাধিক সম্ভাবনার কথা উঠে এসেছে ৷ যেমন ওই পুলিশ কর্মী মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন ৷ এমন অনেক সম্ভাবনার কথা বলা হয়েছে ৷
স্বাভাবিক ভাবেই ওই ঘটনার পর প্রশ্ন উঠছে, কোথাও কি পুলিশ কর্মীদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিচ্ছে ? এমনকী তাঁদের মনোবল কি কোথাও চিড় খাচ্ছে ? এমনও অভিযোগও উঠতে থাকে যে, নিচুতলার পুলিশ কর্মীদের ঠিক মতো কাউন্সেলিং হচ্ছে না ৷ তাই এ বার কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের মনোবল ঠিক রাখতে গবেষণা ও উন্নয়ন শাখা চালু করল লালবাজার ৷