পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শঙ্খের প্রয়াণে ক্ষতি গণতন্ত্রের, বলছেন রাজনীতিকরা - রাজনীতিকরা

শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বিভিন্ন দলের রাজনীতিবিদরা ৷

reaction-politicians-on-death-of-shankha-ghosh
reaction-politicians-on-death-of-shankha-ghosh

By

Published : Apr 21, 2021, 4:36 PM IST

কলকাতা, 21 এপ্রিল : 89 বছরে বয়সে প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ ৷ বাংলার সারস্বত সমাজে বিষাদের ছায়া ৷ শঙ্খ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজনীতিবিদরাও ৷ ইতিমধ্যে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি ।" শঙ্খ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও জানান মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "শঙ্খবাবুর সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল । তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল ।"

শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্য রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাও ৷ সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "শঙ্খ ঘোষের চলে যাওয়াটা গণ আন্দোলনের ক্ষেত্রে বড় ক্ষতি ৷ বাংলার গণ আন্দোলনের পৃষ্ঠপোষক ছিলেন তিনি । বহু আন্দোলনে অংশ নিয়েছিলেন । নীরবতাও যে প্রতিবাদের ভাষা হতে পারে তা শিখিয়েছিলেন শঙ্খ ঘোষ । ওঁর চলে যাওয়াটা সত্যি বড় ক্ষতি বাংলার জন্য ।"

কবির মৃত্যুতে মর্মাহত কংগ্রেস নেতা তথা বিধাসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ বলেন, "আমরা গভীরভাবে মর্মাহত ৷ এই সময় তাঁর চলে যাওয়াটা খুব দুঃখের ৷ এই সময়ে দাঁড়িয়ে তাঁর উদার মানসিকতা, সব ধর্মের মানুষকে সমানভাবে দেখার চোখ, তাঁর বলিষ্ঠ প্রতিবাদকে আমরা হারালাম ৷ তিনি কখনও লেখার মাধ্যমে, কখনও রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন ৷ দেশের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি ৷ তাঁর প্রয়াণে দেশের অপূরণীয় ক্ষতি হল ৷ ওঁর পরিবারকে সমবেদনা জানাই ৷"

প্রয়াত কবিকে শ্রদ্ধা জানিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "শঙ্খ ঘোষের কবিতা বাংলার মানুষের মনে রয়ে যাবে । বাংলার এমন কোনও মানুষ নেই যে শঙ্খ ঘোষের লেখা পড়েনি । তিনি নিরপেক্ষ মানুষ ছিলেন । যেখানেই তিনি অন্যায় দেখেছেন তখনই তার প্রতিবাদ করেছেন। তাঁর মতো মানুষের চলে যাওয়াটা বাংলা সাহিত্য ও রাজনীতির বড় ক্ষতি ৷"

শুনুন শঙ্খ ঘোষের প্রয়াণে কী বললেন রাজনীতিবিদরা ৷

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খ ঘোষ ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল ৷ বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন কবি ৷ গত বছরের জানুয়ারিতে শ্বাসনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিছুদিন আগে শঙ্খবাবুর জ্বর হয় ৷ সন্দেহ হওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো করোনা টেস্ট করানো হয় ৷ 14 এপ্রিল টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ এবার আর চিকিৎসায় সাড়া দিলেন না জ্ঞানপীঠপ্রাপ্ত কবি ৷

ABOUT THE AUTHOR

...view details