কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) অপসারণের জন্য সংসদে প্রস্তাব আনার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও (West Bengal Assembly) নিন্দা প্রস্তাব নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু হয়েছে শাসকদলের তরফে । কিন্তু এই প্রস্তাব আনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
শুক্রবার এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তথা শিক্ষাবিদ এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগের বাস্তব কোনও যুক্তি রয়েছে বলে আমি মনে করি না । সব সময় মনে রাখতে হবে সংসদ বা আইনসভায় তাঁদের বিরুদ্ধেই নিন্দা প্রস্তাব আনা যায়, যাঁরা সেই কক্ষের সদস্য । রাজ্যপাল সংসদের উভয় পক্ষ বা রাজ্য বিধানসভার সদস্য নন ৷ ফলে তাঁর বিরুদ্ধে এহেন পদক্ষেপ কখনওই যুক্তিযুক্ত হতে পারে না ।’’
তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বলছে, সংসদের উভয়কক্ষে রাজ্যপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রস্তাব নিয়ে আসবে । বাস্তব হল, এই প্রস্তাব আনার চেষ্টা হলেও তা গৃহীত হবে না । রাজ্য সরকার চাইলে রাজ্যপালের অপসারণ চেয়ে আদালতে যেতে পারেন । কিন্তু রাজ্যপাল পদে থাকাকালীন কারও বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । এখানেই শেষ নয়, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে চাইলে সংসদের উভয় কক্ষে প্রস্তাব এনে তাঁকে ইমপিচমেন্ট করা যায় । তবে রাজ্যপালের ক্ষেত্রে তা কার্যকর নয় ।’’ আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ হাস্যকর বলে মনে করছেন তিনি ।
আরও পড়ুন :TMC on Dhankhar : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের