কলকাতা, 24 জুলাই : কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে বারবারই প্রতিবাদ করেছেন তিনি ৷ এবার দেশের অর্ডন্যান্স কারখানাগুলি বেসরকারিকরণেও আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই পরিকল্পনা থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি ।
অর্ডন্যান্সের বেসরকারিকরণে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
অর্ডন্যান্সের বেসরকারিকরণ নিয়ে আরও একবার ভাবুন, মোদিকে চিঠি দিলেন মমতা ৷
জাতীয় সম্পদের বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রের প্রস্তাবের বিরোধিতা করলেন মমতা। গতকাল (23 জুলাই) মোদিকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, "আমার কাছে রিপোর্ট রয়েছে যে দেশের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলি এবং অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের বিলগ্নিকরণের লক্ষ্য নিয়েই কেন্দ্রীয় সরকার এগোচ্ছে । এর থেকে স্পষ্ট যে জাতীয় সম্পদের বেসরকারিকরণ করে দেওয়ায় হল সরকারের উদ্দেশ্য । জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা মাথায় রেখে এই উদ্যোগ এখনই বন্ধ করা উচিত । বেসরকারি বিনিয়োগের সুবিধা করে দেওয়া যেমন সরকারের প্রয়োজন রয়েছে, পাশাপাশি দেশের স্বার্থসিদ্ধির জন্য সরকারকেই পালন করতে হয় অভিভাবকের ভূমিকা ।''
মুখ্যমন্ত্রী তাঁর লেখা চিঠিতে স্পষ্ট ভাবে জানিয়েছেন, প্রধানমন্ত্রী যেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন । অর্ডন্যান্স ফ্যাক্টরির মতো সংস্থার দায়িত্ব যদি বেসরকারি সংস্থার হাতে চলে যায়, সেক্ষেত্রে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বলেও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগেও দেশের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড এবং সব অস্ত্র কারখানা বিলগ্নিকরণের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷