কলকাতা, 11 মার্চ : শীত শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৷ আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । আজ সন্ধের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে । তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি । উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে । আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে । আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । আবহাওয়া অফিস জানিয়েছে ঝাড়খণ্ডের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । এছাড়াও পরপর দু'টি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে জম্মু-কাশ্মীরে । সঙ্গে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাতাস রাজ্যে প্রবেশ করেছে । পশ্চিমে শীতল হাওয়া আর সমুদ্র থেকে আসা পূবালী গরম হাওয়ার সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ।