কলকাতা, 4 অক্টোবর : গ্রাম থেকে শহর, জেলা থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত আরও বেশি জনসংযোগ বাড়ানোর জন্য আলিমুদ্দিন থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাম নেতাদের ৷ CPI (M) সমর্থক, দলের সর্বক্ষণের কর্মী, দলের অনুরাগীদের কাছেও এই মর্মে আবেদন জানানো হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI (M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ রাজ্য স্তরের CPI (M) নেতৃত্ব দুর্গা পুজোর পাঁচ দিন দলীয় কর্মীদের আরও বেশি জনসংযোগ বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছেন ।
প্রতি বছরের মতো এ বছরও মার্কসীয় সাহিত্যের স্টল করা হচ্ছে পুজো মণ্ডপগুলির কাছে । দেশ এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রচার চালাবেন CPI (M) কর্মীরা । যদিও সেটা মাইক বা লিফলেটের মাধ্যমে নয় । জনসংযোগের মাধ্যমেই সেই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে ।