পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রেশন নিয়ে বিক্ষোভ, ডোমজুড়ে পরিষেবা বন্ধের নির্দেশ নবান্নের - ration agitation

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আগেই উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটি আজ নবান্নে বৈঠকে বসে। সেই বৈঠকে রেশন নিয়ে বিক্ষোভের বিষয়ে আলোচনা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। সূত্র জানাচ্ছে, অনেকেই মনে করছেন,বেশিরভাগ জায়গাতেই রেশন নিয়ে রাজনীতি হচ্ছে। রাজনীতি করতে গিয়ে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। তেমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দোকান বন্ধ করে দেওয়া হবে।

ration
রেশন

By

Published : May 2, 2020, 8:20 PM IST

কলকাতা, 2 মে: গতকালই নেওয়া হয়েছিল পরিকল্পনা। আজ তা বাস্তবায়িত হল। রেশন নিয়ে রাজনীতি করা হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। অযাচিতভাবে বিক্ষোভ দেখালে সেই এলাকায় পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এমনটাই জানিয়ে দিল নবান্ন। এবং সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেল। রেশন নিয়ে অযাচিত বিক্ষোভের জেরে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় ডোমজুড়ের একটি রেশন দোকান।

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আগেই উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটি আজ নবান্নে বৈঠকে বসে। সেই বৈঠকে রেশন নিয়ে বিক্ষোভের বিষয়ে আলোচনা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। সূত্র জানাচ্ছে, অনেকেই মনে করছেন,বেশিরভাগ জায়গাতেই রেশন নিয়ে রাজনীতি হচ্ছে। রাজনীতি করতে গিয়ে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। তেমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দোকান বন্ধ করে দেওয়া হবে। পরে সমস্যা হলে আবার পরিষেবা শুরু করার কথা জানানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, আজকেই ডোমজুড়ে একটি ঘটনা ঘটেছে । যেখানে ইচ্ছাকৃতভাবে দু'মাসের রেশন একসঙ্গে চাই এই দাবি নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল। অথচ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এক মাসে রেশন একসঙ্গে দেওয়া হবে। এই ঘটনার কথা জনার সঙ্গে সঙ্গেই ডোমজুড়ের ওই রেশন দোকানটি বন্ধ করে দেওয়া হয়। এরপর আবার যদি অযাচিতভাবে কোথাও বিক্ষোভের ঘটনা ঘটে সে ক্ষেত্রেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। অন্যদিকে, যে রেশন ডিলাররা দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে খাদ্য দপ্তর।

ABOUT THE AUTHOR

...view details