বিধাননগর, 4 সেপ্টেম্বর: দিল্লিতে বৈঠকের পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সমস্যা মিটে গেছে ৷ মনে হয়েছিল, "সংগঠক" মুকুল রায়কে দিয়ে নতুন চিত্রনাট্য লিখে ফেলেছে BJP কেন্দ্রীয় নেতৃত্ব ৷ কারণ বৈঠকের পর মুকুলবাবু জানিয়ে দিয়েছিলেন, "ওরা BJP-তে ছিল ৷ BJP-তেই আছে ৷" কিন্তু, কলকাতা বিমানবন্দরে নামার পর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের কথাতে স্পষ্ট হয়ে গেল যে সমস্যা এখনও পুরোপুরি মেটেনি ৷
গতকাল দিল্লি থেকে ফিরে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় দু'জনকে ৷ কারণ কয়েকদিন আগেই যাঁরা ঘনিষ্ঠমহলে বলেছিলেন "নিষ্কৃতি চাই", তাঁরাই দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর বললেন, BJP-তেই আছেন ৷ তাহলে কি সমস্যা মিটে গেছে ?শোভনবাবু বলেন, "পরিষ্কার কথা বলি যে সমস্যা তৈরি হয়েছিল তার জন্য মুকুলদা ডেকেছেন ৷ কথা বলেছেন ৷ কিন্তু, সমস্যার সমাধান যে হয়েছে সে ধরনের কোনও কথা হয়নি ৷" তাহলে সমস্যা মেটেনি ? তিনি বলেন, "দেখা যাক কী হয় ৷ উনি দায়িত্ব নিয়েছেন ৷ বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন ৷ কিন্তু, যে জটিলতা তৈরি হয়েছে তার পুরো সমাধান হয়ে গেছে, এরকম ধরনের কথা যাঁরা ভাবছেন সেটা মনে হচ্ছে সত্যের একটু অপলাপ হচ্ছে ৷"
এই সংক্রান্ত খবর :"বাজে কথা", শোভন, বৈশাখির দল ছাড়ার জল্পনা ওড়ালেন মুকুল
এরপরই স্বাভাবিকভাবে চলে আসে তাঁর প্রসঙ্গ, যাঁর কারণে দলে যোগদানের দিন থেকে জটিলতা তৈরি হয়েছিল ৷ অর্থাৎ দেবশ্রী রায়কে নিয়ে কি কোনও কথা হয়েছে ? সেকথা জানতে চাওয়া হলে শোভনবাবু বলেন, "না মুকুলদা তো সেদিনই(যোগদানের দিন) জানতেন ৷ কার্যকরী সভাপতি নাড্ডার ঘরে ছিলেন ৷ দেবশ্রী রায় নিয়ে কী অবস্থান সেদিনই স্পষ্ট করে জানিয়েছিলাম ৷ তাঁর সঙ্গে দল করা যে সম্ভব নয় সেদিনই নাড্ডাজিকে জানিয়ে দিয়েছিলাম ৷" কিন্তু, দিলীপবাবু যে অন্য কথা বলেছেন ৷ বলেছেন, "কোনও শর্ত ছিল না ৷ আমি ঠিক করব কে দলে আসবেন কে আসবেন না ৷" তাঁর সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষন করে শোভনবাবু বলেন, "দিলীপবাবু নিশ্চয় ঠিক করবেন কাকে দলে নেবেন কাকে নেবেন না ৷ এটাও ঠিক কথা বলছেন যে কোনও শর্ত বা কোনও পদ নিয়ে শর্ত দিইনি ৷ কিন্তু, রায়দিঘির বিধায়ক হিসেবে দেবশ্রী রায়ের যোগদান নিয়ে স্পষ্টভাবে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছিলাম ৷" তিনি বলেন যে, "প্রথম দিনই দেবশ্রী রায় সম্পর্কে আমাদের অবস্থান নাড্ডাজিকে জানিয়েছিলাম ৷ অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়কেও জানিয়েছিলাম ৷ সেদিনই মেননজি জানিয়েছিলেন, দেবশ্রী রায় ক্লোজ়ড চাপ্টার ৷"