পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে আজ ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা - weather

রাজ্যে আজ বিকেল থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 8, 2019, 6:12 PM IST

Updated : Apr 8, 2019, 7:21 PM IST

কলকাতা, 8 এপ্রিল : রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলোতে আজ বিকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32. 5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টা তাপমাত্রা 32 ও 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আজ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোতে 2-3 ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে গত দু'দিনের তুলনায় ঝড়বৃষ্টির তীব্রতা কম হবে।"

Last Updated : Apr 8, 2019, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details