কলকাতা, 14 জুন : বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসাবে বসানোর জন্য বিল গতকাল, সোমবার পাস হয়েছিল রাজ্য বিধানসভায় (Chancellor Bill) । মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে (West Bengal Private Universities) রাজ্যের শিক্ষামন্ত্রীকে ভিজিটর নিয়োগ করার জন্য বিল পাস হল (Private Universities Visitor Change Bill Passed in Bengal Assembly today) ৷ প্রসঙ্গত, দু’টি ক্ষেত্রেই এতদিন এই পদে থাকতেন রাজ্যপাল । খুব স্বাভাবিক ভাবেই রাজ্যপালকে সরিয়ে রাজনৈতিক দলের সদস্যদের এই বিলে নিয়োগ করা নিয়ে প্রশ্ন উঠেছে । প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী পক্ষ ।
তবে সরকার পক্ষের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেননি । এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য হয়েছে রাজ্য সরকার । এক্ষেত্রে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) অভিযোগ তুলেছেন বহু ক্ষেত্রে রাজ্যপাল ভিজিটর হিসাবে এমন পদক্ষেপ করেছেন, যা তিনি করতে পারেন না ।
আলোচনায় অংশগ্রহণ করলেও বিধানসভার অধিবেশন কক্ষে 'পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) 2022' বিলটি পাশ হওয়ার সময় ছিলেন না বিরোধী দল বিজেপির কোনও সদস্য । ব্রাত্য বসু বক্তব্য শুরু করার পর বিজেপির বিধায়করা ওয়াকআউট করেন । ফলে বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনিভোটেই পাস হয় এই বিল । ফলে এদিনের বিল পাসের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসানোর পথ প্রশস্ত হল । মোট 11টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই বিলটি কার্যকর হবে ।