পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পেশা হিসেবে গৃহশিক্ষকতাকে স্বীকৃতির দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সংগঠন

গৃহশিক্ষকতাকে পেশাগত স্বীকৃতি দেওয়ার দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি ৷

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংগঠনের মুখপাত্র

By

Published : Aug 1, 2019, 12:31 PM IST

কলকাতা, 1 অগাস্ট : গৃহশিক্ষকতাকে পেশাগত স্বীকৃতি দেওয়ার দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি ৷ পাশাপাশি, সরকারি আইনকে মান্যতা দিয়ে অবিলম্বে সরকারি এবং সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের গৃহশিক্ষকতা বন্ধ করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফোরাম ৷

পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য মুখপাত্র সোহম ভট্টাচার্য বলেন, "আমরা গৃহশিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চাই ৷ এই পেশার একটা স্বীকৃতির দাবি করছি ৷ তবে সেটা তখনই সম্ভব, যখন আইন মেনে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করা হবে ৷ আমরা কোনও সরকারি চাকরি, সহায়তা বা অনুদান কোনওটাই চাইছি না ৷ বহুদিন ধরেই লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং কলকাতায় বিভিন্ন সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আইন ভেঙে গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত ৷"

ভিডিয়োয় শুনুন গৃহশিক্ষক সংগঠনের রাজ্য মুখপাত্রের বক্তব্য

আরও পড়ুন : বেতন বৃদ্ধি ও বদলি প্রত্যাহারের পর অনশন তুললেন প্রাথমিক শিক্ষকরা

গতকাল বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী আবারও একটি বিজ্ঞপ্তি জারি করবেন ৷ ভবিষ্যতে মধ্যশিক্ষা পর্ষদ, SSC, শিক্ষাদপ্তর ও গৃহশিক্ষকদের নিয়ে একটি বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ RTE অ্যাক্ট 2009-র সেকশন 28 অনুযায়ী স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করা হয় ৷ 2018-র 8 মার্চ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষাদপ্তর জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গের কোনও স্কুলে কর্মরত কোনও শিক্ষক-শিক্ষিকা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ৷ কিন্তু সেই সরকারি নির্দেশ বাস্তবায়িত হয়নি ৷ বিভিন্ন জেলা শহরে, গ্রামাঞ্চলে এবং কলকাতার বুকেও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা গৃহশিক্ষকতার সঙ্গে এখনও যুক্ত ৷ তাই গৃহশিক্ষকতাকে পেশার স্বীকৃতির দাবিতে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে ৷

ABOUT THE AUTHOR

...view details