পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামীকাল থেকেই পথে বেসরকারি বাস-মিনিবাস, বাড়ছে না ভাড়া

আগামীকাল থেকেই চলবে বেসরকারি বাস ও মিনিবাস । তবে পুরোনো ভাড়াতেই । আজ একথা জানিয়ে দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ।

Bus service
ছবি

By

Published : Jun 3, 2020, 8:10 PM IST

কলকাতা, 3 জুন : অবশেষে কাটল জট । আগামীকাল থেকেই পথে নামছে বেসরকারি বাস ও মিনিবাস । তবে বাড়ছে না ভাড়া । পুরোনো ভাড়াতেই সবকটি রুটে চলবে অল্প সংখ্যক বেসরকারি বাস ও মিনিবাস । আজ একথা জানিয়ে দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ।

আন্দোলনরত বাস মালিক সংগঠনগুলি মঙ্গলবার পরিবহন দপ্তরের কাছে তাদের দাবিদাওয়া তুলে ধরেছিল । সেগুলি সরকার বিবেচনা করতে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছে । আর এই আশ্বাস পাওয়ার পরই আগামীকাল থেকে পুরোনো ভাড়াতে বাস চালাবে বলে জানিয়ে দেয় মালিকপক্ষ ।

গত মাসে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরও ভাড়া বৃদ্ধির দাবিতে একাধিক রুটে চলেনি বেসরকারি বাস । নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে পুরোনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল সংগঠনগুলির তরফে । এরপর গতকাল সরকারের তরফে ইতিবাচক মনোভাব প্রকাশ পাওয়ার পরই আজ সংগঠনগুলি আবার বৈঠক করে । সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকেই চলবে বেসরকারি বাস ও মিনিবাস । তাও আবার পুরোনো ভাড়াতেই ।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা যে দাবিদাওয়াগুলি পরিবহন দপ্তরে জমা দিয়েছিলাম তারই প্রেক্ষিতে আজ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে । যে রেগুলেটরি কমিটি আমরা চেয়েছি, সেই বিষয়টি তিনি পুনর্বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন । তিনি আমাদের বলেন যে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বাসের অভাবে যাত্রীদের নাকাল হতে হচ্ছে । তাই এই সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই আমরা আগামীকাল থেকে পরিষেবা শুরু করব ।"

তিনি আরও বলেন, "আপাতত পুরোনো ভাড়াতেই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে ভাড়া বৃদ্ধির বিষয়টি রেগুলেটরি কমিটির হাতে আমরা ছেড়ে দিয়েছি । যতদিন না কমিটির কোনও সিদ্ধান্ত সামনে আসছে, ততদিন আমরা পুরোনো ভাড়াতেই পরিষেবা দিয়ে যাব। "

ABOUT THE AUTHOR

...view details