পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের - education Minister

শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে অবস্থান থেকে পিছু হটল প্রাথমিক শিক্ষকরা ।

অবস্থান বিক্ষোভ- ফাইল ছবি

By

Published : Jun 24, 2019, 11:23 PM IST

কলকাতা, 24 জুন: শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে অবস্থান থেকে পিছু হটল প্রাথমিক শিক্ষকরা । বেতন বৈষম্যের প্রতিবাদে আজ সকাল থেকে অবস্থান করেন প্রাথমিক শিক্ষকরা ।

আজ দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুপুর 3টে নাগাদ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন । কিন্তু প্রাথমিক শিক্ষকদের PAY-স্কেল কী হবে সেটা জানাননি । পরে রাতে শিক্ষামন্ত্রীর আশ্বাস নিয়ে UUPTWA-র সদস্যরা বৈঠক করেন । বৈঠক শেষে কোর কমিটির সদস্য মহিদুল লস্কর বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দেওয়ার পরই বৈঠক হয় । ওনার পদের মর্যাদার কথা মাথায় রেখেই অবস্থান তুলে নেওয়া হল । সরকারকে 15 দিন সময় দেওয়া হল । 15 দিনের মধ্যে আমাদের দাবি নিয়ে সরকারের ভাবনা স্পষ্টভাবে লিখিত আকারে জানাতে হবে । PAY স্কেল সম্পর্কিত সরকারি নির্দেশিকা বা প্রেস বিবৃতি দিতে হবে সরকারকে । 15 দিনেও সরকার বা শিক্ষামন্ত্রী কোনও পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

আরও পড়ুন : দাবি মানার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর, সাতদিন পর উঠল SSK শিক্ষকদের ধরনা

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে আজ পথে নেমেছিলেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)। সংগঠনের দাবি,সর্বভারতীয় যোগ্যতা অনুযায়ী তাঁদের বেতনক্রম দিতে হবে। সুবোধ মল্লিক স্ক‍োয়ার থেকে রানি রাসমণি রোডে পর্যন্ত মিছিল করেন প্রায় পাঁচ হাজার প্রাথমিক শিক্ষক । বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ব্যবহার পুলিশ । শিক্ষামন্ত্রীর ঘটনাস্থানে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পরও অবস্থান তোলেননি প্রাথমিক শিক্ষকরা । পরে বৈঠক শেষে অবস্থান তুলে নেন বিক্ষোভকারীরা ।

আরও পড়ুন : অতিথি শিক্ষকদের আন্দোলন না করার আবেদন শিক্ষামন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details