কলকাতা, 24 জুন: শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে অবস্থান থেকে পিছু হটল প্রাথমিক শিক্ষকরা । বেতন বৈষম্যের প্রতিবাদে আজ সকাল থেকে অবস্থান করেন প্রাথমিক শিক্ষকরা ।
আজ দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুপুর 3টে নাগাদ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন । কিন্তু প্রাথমিক শিক্ষকদের PAY-স্কেল কী হবে সেটা জানাননি । পরে রাতে শিক্ষামন্ত্রীর আশ্বাস নিয়ে UUPTWA-র সদস্যরা বৈঠক করেন । বৈঠক শেষে কোর কমিটির সদস্য মহিদুল লস্কর বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দেওয়ার পরই বৈঠক হয় । ওনার পদের মর্যাদার কথা মাথায় রেখেই অবস্থান তুলে নেওয়া হল । সরকারকে 15 দিন সময় দেওয়া হল । 15 দিনের মধ্যে আমাদের দাবি নিয়ে সরকারের ভাবনা স্পষ্টভাবে লিখিত আকারে জানাতে হবে । PAY স্কেল সম্পর্কিত সরকারি নির্দেশিকা বা প্রেস বিবৃতি দিতে হবে সরকারকে । 15 দিনেও সরকার বা শিক্ষামন্ত্রী কোনও পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"