পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বেতন বৃদ্ধি ও বদলি প্রত্যাহারের পর অনশন তুললেন প্রাথমিক শিক্ষকরা

14 দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা ৷ গ্রেড পে বাড়ানোর পাশাপাশি শিক্ষক বদলির দাবিও মেনে নিয়েছে রাজ্য সরকার ৷

অনশন

By

Published : Jul 26, 2019, 7:29 PM IST

Updated : Jul 26, 2019, 10:42 PM IST

কলকাতা, 26 জুলাই : দাবি মেনে বেতন বাড়িয়েছে রাজ্য সরকার ৷ শিক্ষকদের বদলি প্রত্যাহারের দাবি মেনে নেওয়া হয়েছে ৷ তাই 14 দিনের মাথায় অনশন তুলে নিলেন প্রাথমিক শিক্ষকরা ৷

রাজ্যের প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ছিল 2 হাজার 600 টাকা ৷ অন্যদিকে, সর্বভারতীয়ক্রমে তা 4 হাজার 200 টাকা ৷ সর্বভারতীয় বেতনক্রম অর্থাৎ PRT স্কেল চালুর দাবিতে উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) ব্যানারে 13 জুলাই থেকে সল্টলেকে অনশন করছিলেন একদল প্রাথমিক শিক্ষক ৷ তাঁদের অভিযোগ ছিল, 14 জন শিক্ষককে সার্কেল থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে ৷ সেই 14 জনের বদলি প্রত্যাহারের দাবিও প্রাথমিক শিক্ষকদের অন্যতম শর্ত ৷

এই সংক্রান্ত আরও খবর :অনশনমঞ্চে অসুস্থ UUPTWA-এর রাজ্য সম্পাদিকা

কিন্তু, আর্থিক অনটনের কারণে সর্বভারতীয় বেতনক্রম অনুসারে 4 হাজার 200 টাকা গ্রেড-পে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার ৷ ইতিমধ্যে শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অনশনকারীরা ৷ কিন্তু, জট কাটার ইঙ্গিত মেলেনি ৷ বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন প্রাথমিক শিক্ষকরা ৷

এই সংক্রান্ত আরও খবর :12 দিন পার, অনশনরত শিক্ষকরা চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

এরপর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানে তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বাড়িয়ে 3 হাজার 200 টাকা করা হবে ৷ তা 3 হাজার 600 টাকা করার প্রস্তাব অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে ৷ নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ৷ তাতে প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বেড়ে 3 হাজার 600 টাকা হয় ৷ অর্থাৎ পে ব্যান্ড 2 থেকে 3-এ যায় গ্রেড-পে ৷ ফলে তাঁদের নতুন পে-ব্যান্ড হচ্ছে 7,100-37,600 টাকা ৷ অন্যদিকে, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2 হাজার 300 টাকা থেকে বেড়ে 2 হাজার 900 টাকা হয়েছে ৷ পাশাপাশি, 14 জন শিক্ষকের বদলির নির্দেশও প্রত্যাহার করে নেওয়া হয় ৷

এই সংক্রান্ত আরও খবর :শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও কাটল না জট, অনশন না তোলার ইঙ্গিত শিক্ষকদের

এই খবর পৌঁছাতে নিজেদের মধ্যে আলোচনায় বসেন অনশনকারীরা ৷ এরপর সন্ধ্যায় অনশন প্রত্যাহার করে নেন তাঁরা ৷ অন্য শিক্ষকরা ফলের রস খাইয়ে অনশন ভাঙেন ৷ তারপর আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাথমিক শিক্ষকরা ৷

এই সংক্রান্ত আরও খবর :প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বেড়ে 3600 টাকা

Last Updated : Jul 26, 2019, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details