কলকাতা, 8 সেপ্টেম্বর:এসএসসি কাণ্ডে অভিযুক্ত প্রদীপ সিং-এর 14 দিনের জেল হেফাজত বৃহস্পতিবার শেষ হচ্ছে (SSC Recruitment Scam) ৷ আজ তাঁকে আদালতে পেশ করা হবে ৷ তদন্তের স্বার্থে পুনরায় তাঁকে নিজেদের হেফাজতে চাইবেন সিবিআই আধিকারিকরা ৷ খবর সিবিআই সূত্রে ৷
মূলত এদিন আদালতে প্রদীপ সিংকে ফের একবার নিজেদের হেফাজতে চাইবেন সিবিআই আধিকারিকরা । তাঁর কাছ থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । আগামিদিনে আরও তথ্য মিলবে তাঁকে জেরা করে, এমনটাই মনে করা হচ্ছে ৷ তাকে জেরা করে এসএসসি দুর্নীতিকাণ্ডে আরও অভিযুক্তদের নাম ঠিকানা পেতে পারেন তদন্তকারী আধিকারিকরা, এই দাবি জানিয়ে এদিন আদালতে আরও একবার প্রদীপ সিংকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করেতে পারেন সিবিআই আধিকারিকরা ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ব্যবহার করা হয়েছিল প্রদীপের তথ্য প্রযুক্তি সংস্থা দাবি সিবিআইয়ের
উল্লেখ্য, গত 26 আগস্ট প্রদীপ সিংকে গ্রেফতার করে সিবিআই এবং তাঁর কাছ থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই প্রদীপ সিংকে জেরা করে প্রসন্ন রায়ের খোঁজ পাওয়া গিয়েছে । অভিযুক্ত প্রসন্ন রায় এবং প্রদীপ সিং দু’জনেই এসএসসি দুর্নীতিতে মিডিলম্যানের কাজ করেছিলেন বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে ৷ প্রদীপ সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা জানতে পারেন প্রসন্ন রায়ের সঙ্গে তৎকালীন প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার ঘনিষ্ট যোগাযোগ ছিল ৷ প্রদীপ সিং-এর নিউটাউনের অফিসে হানা দিয়ে সিবিআই আধিকারিকরা জানতে পারেন স্কুল শিক্ষা দুর্নীতি কাণ্ডের একাধিক জাল মার্কশীট, ডিজিটাল সই এবং নথিপত্র জাল করার কাজ চলছিল এই অফিসে । তাই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রদীপ সিং-এর কাছে আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছেন তাঁরা ৷
প্রসঙ্গত, এসএসসির-প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিল সিবিআই ৷ সেই নথিপত্রে একাধিক জায়গায় প্রদীপ সিং-এর নাম উল্লেখ করা আছে ৷