কলকাতা, 26 জুলাই : আজ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত-সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে । বুধবার তা পূর্ণাঙ্গ নিম্নচাপের রূপ পাবে । এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় । দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ এবং হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে ।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস । মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । মঙ্গলবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা । উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি বেশি হবে । বুধবার ও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা । অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে । ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় । শুক্রবার দু-এক পশলা ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে । এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি নদীর জল স্তর বাড়তে পারে । কলকাতা সহ বিভিন্ন পুরসভার কিছু এলাকা জলমগ্ন হতে পারে । অন্যান্য জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে ।