পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামীকালও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা - kolkata

২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

ছবিটি প্রতীকী

By

Published : Feb 25, 2019, 9:13 PM IST

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : আগামীকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এই বিষয়ে, আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একইরকম আবহাওয়া থাকবে। আজ ও আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল সকালেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।"

সঞ্জীববাবু আরও বলেন, "দক্ষিণবঙ্গের চিত্র এটাই। তবে উত্তরবঙ্গর ক্ষেত্রে ২৭ ফেব্রুয়ারি বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ ও আগামীকাল তুলনায় কম বৃষ্টিপাত হবে। আকাশ কখনও মেঘলা কখনও আংশিক পরিষ্কার থাকবে। ফলে দিনের তাপমাত্রা কম থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা থিতু হলে ২৭ ফেব্রুয়ারির পর তাপমাত্রা কমতে পারে। এখন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝাই এর মূল কারণ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান উত্তর পাকিস্তান ও সংলগ্ন অঞ্চলে। আর একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আফগানিস্তানের উপর। এর প্রভাবে রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এ রাজ্যে। ফলে এই দুটো বিপরীত ধর্মী হাওয়া যেখানে যেখানে মিলিত হচ্ছ একে অপরের সংঘর্ষে সেখানেই বৃষ্টিপাত হচ্ছে।

আজ জোড়া কালবৈশাখি আছড়ে পড়েছে কলকাতায়। প্রভাব পড়েছে রাজ্যের একাধিক জেলাতেও। প্রথম কালবৈশাখি আছড়ে পড়ে ভোর ৩টে ৫৫ মিনিটে। ৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি স্থায়ী ছিল ১ মিনিট। দ্বিতীয় ঝড়টি আসে ৪টে ২৫ মিনিটে। ৫৬ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। সঙ্গে চলে শিলাবৃষ্টি। জোড়া কালবৈশাখির দাপটে বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতার একাধিক রাস্তায় গাছ ভেঙে পড়ে। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ছিঁড়ে গেছে বিদ্যুতের তারও। নবীনা সিনেমা হলের উলটোদিকের একটি আবাসনের পাঁচিল ভেঙে পড়েছে। হঠাৎ কালবৈশাখিতে একঝটকায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমায় একটু হলেও স্বস্তি পেয়েছে শহরবাসী।

ABOUT THE AUTHOR

...view details