কলকাতা, 5 মে: তীব্র গরমে আবারও ছুটি পড়ে গেল সরকারি স্কুলগুলিতে (Bengal schools shut)। গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে বেসরকারি স্কুলগুলিতে হয় ছুটি দেওয়া হয়েছে, নয়তো অনলাইনে ক্লাস চালু হয়েছে আবার । দু'বছর পর স্কুল খোলায় পুলকার ও স্কুলবাস মালিকরা যাও বা ব্যবসাগতভাবে একটু লক্ষ্মী লাভের আশা করেছিল, তাতে আবার চিড় ধরল (Pool car, school bus business crisis)৷
করোনার দ্বিতীয় ঢেউ সামলে রাজ্যে ফেব্রুয়ারি মাস থেকে আবার স্কুল চালু হয়েছিল । তবে তীব্র দাবদাহ থেকে কচিকাঁচা ও পড়ুয়াদের বাঁচাতে গত 2 মে থেকে গরমের ছুটি চালু হয়েছে । পাশাপাশি বেসরকারি স্কুলে কোথাও চলছে পরীক্ষা আবার কোথাও চলছে অনলাইনে পঠনপাঠন। অন্যদিকে এই মাস থেকেই গরমের ছুটি শুরু হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে । তাই আপাতত স্কুলে যাবে না কেউ (pool car school bus business again reeling under economic crisis)।
দীর্ঘ সময় বন্ধ ছিল স্কুল । তাই পুলকার ও স্কুলবাসের ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল । রাজ্যে স্কুলগুলি খুলতে পুনরায় ব্যবসা চাঙ্গা করার যে একটা পথ খুঁজে পেয়েছিল মালিকরা তা আবারও অন্ধকারে । তবে এর আগেও মালিকপক্ষ জানিয়েছিল যে, ফেব্রুয়ারি মাসে স্কুল খুললেও বহু পড়ুয়া নিজেদের গাড়িতে করেই যাতায়াত করেছে । আর গরম পড়ায় অনেকে স্কুলে যায়নি । তাই স্বাভাবিক ভাবেই পড়ুয়াদের সংখ্যা কমেছে স্কুলবাসে ও পুলকারে ।
করোনাকালে ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাওয়ায় কোনও উপার্জন হয়নি তাঁদের । তাই গাড়িগুলির মেরামত থেকে শুরু করে কর ও বিমার অর্থ বাকি পড়েছে । তাই যেই মালিকদের পাঁচটি বা ছয়টি করে গাড়ি, তাঁরা একটি বা দুটি করে গাড়ি নামাচ্ছেন । পাশাপাশি জ্বালানির অস্বাভাবিক দাম । এই দুয়ে জেরবার অবস্থা গাড়ির মালিকদের । অন্যান্য যানবহন রাস্তায় নামলেও এখনও পর্যন্ত মোটে 10 থেকে 15 শতাংশ পুলকার ও বাস পথে নামতে পেরেছিল ।