পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

COVID-19 : সোমবার খুলছে রাজ্যের পলিটেকনিক কলেজগুলি

আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের পলিটেকনিক কলেজগুলি ৷ করোনা বিধির কথা মাথায় রেখে পড়ুয়াদের ছোট ছোট দলে ভাগ করে ক্লাস করানো হবে ৷ কমিয়ে দেওয়া হবে প্র্যাকটিক্যাল ক্লাসের সময়ও ।

সোমবার খুলছে রাজ্যের পলিটেকনিক কলেজগুলি
সোমবার খুলছে রাজ্যের পলিটেকনিক কলেজগুলি

By

Published : Oct 23, 2021, 8:08 PM IST

কলকাতা, 23 অক্টোবর : সোমবার অর্থাৎ 25 অক্টোবর থেকে খুলে যাচ্ছে রাজ্যের পলিটেকনিকগুলি কলেজগুলি । সেদিন থেকেই ক্যাম্পাসে এসে ক্লাস করতে হবে পড়ুয়াদের ।

করোনার জেরে প্রায় দেড় বছরেও ওপর বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি । বাতিল হয়েছে এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-সহ বেশ কিছু পরীক্ষা । তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে গত দেড় বছরে ক্লাসরুম পঠনপাঠন বন্ধ থাকায় সমস্যা পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের । তাঁদের মতে, এতে অনেকটাই পিছিয়ে পড়ছেন তাঁরা ।

দ্বিতীয় লকডাউনের পর আবার জীবন স্বাভাবিক ছন্দে ফিরলেও এখনও খোলেনি স্কুল-কলেজ । তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার দাবি তুলেছেন পড়ুয়া-সহ তাঁদের অভিভাবক ও শিক্ষকমহলও । তাই এবার রাজ্যের পলিটেকনিক কলেজগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া থেকে অভিভাবক ।

রাজ্যের পলিটেকনিক কলেজগুলির দায়িত্বে থাকা বিক্রম চট্টোপাধ্যায় বলেন, "আগামী 25 অক্টোবর থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে পলিটেকনিক কলেজগুলি । স্বাস্থ্যবিধি মেনেই শুরু করা হবে অফলাইন ক্লাস ।" তিনি আরও জানান, গত দু'বছরে রাজ্যের পলিটেকনিক কলেজগুলিতে আবেদনের সংখ্যা তলানিতে চলে গিয়েছিল । পাশাপাশি এই দফতরে অনেক অনিয়ম নজরে আসে । তবে রাজ্যে কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ূন কবীর পদে আসার পর থেকেই পরিস্থিতির উন্নতি হয়েছে ।

জানা গিয়েছে, কলেজের রুটিন এমনভাবেই প্রস্তুত করা হবে যাতে করোনা স্বাস্থ্যবিধি বজায় থাকে । পড়ুয়াদের ছোট ছোট দলে ভাগ করে দেওয়া হবে যাতে এক সঙ্গে প্রতিদিন প্রত্যেক ছাত্রছাত্রীকে কলেজে না আসতে হয় । ক্লাসের দিন কমিয়ে দেওয়া হবে । কমিয়ে দেওয়া হবে প্র্যাকটিক্যাল ক্লাসের সময়ও ।

আরও পড়ুন : Corona in Bengal : দৈনিক সংক্রমণ বেড়ে হাজার ছুঁইছুঁই, বাড়ছে উদ্বেগ

ABOUT THE AUTHOR

...view details