কলকাতা, 7 জুন : ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় নিহত অশোক শাহ ও রেশমি শাহের শরীরে মিলেছে গুলির চিহ্ন । গুলি করে তারপরে মৃত্যু নিশ্চিত করতে আততায়ীরা একটি ভোতা অস্ত্র দিয়ে তাদের আঘাত করে বলে লালবাজার সূত্রের খবর । আজ ওই গুজরাতি দম্পতির এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত হয় । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে ।
পাশাপাশি তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গোটা ঘটনাটি ঘটেছে দুপুর 1 টা থেকে দুপুর 2:30টার মধ্যে । এর কারণ ওই দম্পতি তাঁর ছোট মেয়ের সঙ্গে ফোনে শেষবারের মত কথা বলেছিলেন দুপুর 12:45 নাগাদ । তাঁর অন্য দুই মেয়ের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তারপর ফের একাধিকবার তারা বাবা মাকে ফোন করলেও তাদের ফোন বেজে গিয়েছে । পরে ফোন বন্ধ পাওয়া যায় (police suspecting couple killed in afternoon in Bhowanipore Murder Case)।
তদন্তে নেমে পুলিশ কর্মীরা অনুমান করছেন, এলাকায় বেশ কিছু সিসিটিভি ক্যামেরা বিকল অবস্থায় রয়েছে তার আগাম খবর ছিল আততায়ীদের কাছে । পাশাপাশি ওই দম্পতির দুটি মোবাইল এখনও উধাও । আপাতত পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ঘেঁটে তদন্তকারীরা অনুমান করছেন লুটপাটের উদ্দেশ্যেই খুন । তবে এই খুনের নেপথ্যে অন্য কোনও সম্ভাবনা রয়েছে কি না, সেটাও ভালভাবে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন :Bhowanipore Murder Case: লুটের উদ্দেশ্যেই গুজরাতি দম্পতি খুন ?
গতকাল রাতে দেহ দুটি উদ্ধারের পর, তদন্তকারীরা দেখতে পান ঘরের একটি আলমারি খোলা অবস্থায় রয়েছে । ফলে লুটপাটের উদ্দেশ্যে খুন করা হয়েছে ওই দম্পতিকে আপাতত অনুমান লালবাজারের । এদিন সকাল থেকেই এলাকার লোকজনের সঙ্গে তদন্তকারীরা কথাবার্তা বলেন । পাশাপাশি গোটা এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরা ভালভাবে রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।