পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে সোমবার ‘মোদির হাতেই’ পথচলা শুরু মেট্রোর - দক্ষিণেশ্বর

সোমবারই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রোর সম্প্রসারিত প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডানলপ থেকে ভার্চুয়ালি ফ্ল্য়াগ অফ করবেন তিনি ৷ এই পথে বাণিজ্যিকভাবে মেট্রোর চলাচল শুরু হবে মঙ্গলবার থেকেই ৷

wb_kol_01_inaguration of noapara dakhineswar metro on 22 february by pm_copy_7206406
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে সোমবার ‘মোদির হাতেই’ পথচলা শুরু মেট্রোর

By

Published : Feb 21, 2021, 5:07 PM IST

Updated : Feb 21, 2021, 5:16 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: সোমবারই উদ্বোধন হচ্ছে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া রুটে কলকাতা মেট্রোর পরিষেবা ৷ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারজন্য সোমবারই রাজ্যে আসছেন তিনি ৷ সূত্রের খবর, উত্তর-দক্ষিণে মেট্রো রুটে সম্প্রসারণ ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ৷ নয়া সম্প্রসারিত পথে মেট্রোর বাণিজ্যিক যাত্রা শুরু হয়ে যাবে এর পরদিনই, অর্থাৎ আগামী মঙ্গলবার ৷

সোমবারের উদ্বোধনী অনুষ্ঠাবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রাজ্যপাল জগদীপ ধানকরেরও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ সূত্রের খবর, সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি-সহ অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন দক্ষিণেশ্বর স্টেশনে। সোমবার বিকেল চারটে নাগাদ ফ্ল্য়াগ অফ হবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটের ৷ এছাড়াও, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷

কলকাতা মেট্রো সূত্রে খবর, সোমবার দুপুর দু’টো পনেরো মিনিটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে 413 নম্বর রেকটি ঢোকানো হবে ৷ এছাড়াও, 412 নম্বর রেকটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেই ডামি রেক হিসেবে রাখা হবে ৷ ডানলপ থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করলে 413 নম্বর রেকটি যাত্রা শুরু করবে। এই রেকে থাকবেন শুধুমাত্র মোটরম্যান, কন্ডাক্টিং মোটরম্যান এবং অপারেশন ও মেইনটেনেন্সের আধিকারিকরা ৷

আরও পড়ুন:বিজেপিতে ভারতের ‘মেট্রো ম্যান’ শ্রীধরণ

বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হলে প্রাথমিক পর্যায়ে সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউন মিলিয়ে 158টি (আপ 79 ও ডাউন 79) ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে। পাশাপাশি দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সারাদিনে আরও তিনটি ট্রেন যাতায়াত করবে। দিনের প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে যাওয়ার জন্য ছাড়বে সকাল সাতটায় ৷ এই পথে দিনের শেষ ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ন’টায় ৷ অন্যদিকে, কবি সুভাষ থেকেও দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম ট্রেনটি ছাড়বে সকাল সাতটায় এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত ন’টায় ৷

তবে উত্তর-দক্ষিণে মেট্রো পথের সম্প্রসারণ হলেও আপাতত ভাড়া বাড়াচ্ছে না কর্তৃপক্ষ ৷ সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা ৷ এরপর দূরত্বের নিরিখে বিভিন্ন ধাপে পাঁচ টাকা করেই ভাড়া বাড়বে ৷ দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত ভাড়া পাঁচ টাকা, নোয়াপাড়া পর্যন্ত 10 টাকা, দমদম ও বেলগাছিয়া পর্যন্ত 15 টাকা, শ্যামবাজার পর্যন্ত 20 টাকা এবং কালীঘাট পর্যন্ত 25 টাকা ৷ এটাই আপাতত সর্বোচ্চ ভাড়া ৷ অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ যেতে হলেও 25 টাকাই দিতে হবে ৷

Last Updated : Feb 21, 2021, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details