কলকাতা, 21 ফেব্রুয়ারি: সোমবারই উদ্বোধন হচ্ছে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া রুটে কলকাতা মেট্রোর পরিষেবা ৷ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারজন্য সোমবারই রাজ্যে আসছেন তিনি ৷ সূত্রের খবর, উত্তর-দক্ষিণে মেট্রো রুটে সম্প্রসারণ ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ৷ নয়া সম্প্রসারিত পথে মেট্রোর বাণিজ্যিক যাত্রা শুরু হয়ে যাবে এর পরদিনই, অর্থাৎ আগামী মঙ্গলবার ৷
সোমবারের উদ্বোধনী অনুষ্ঠাবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রাজ্যপাল জগদীপ ধানকরেরও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ সূত্রের খবর, সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি-সহ অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন দক্ষিণেশ্বর স্টেশনে। সোমবার বিকেল চারটে নাগাদ ফ্ল্য়াগ অফ হবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটের ৷ এছাড়াও, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷
কলকাতা মেট্রো সূত্রে খবর, সোমবার দুপুর দু’টো পনেরো মিনিটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে 413 নম্বর রেকটি ঢোকানো হবে ৷ এছাড়াও, 412 নম্বর রেকটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেই ডামি রেক হিসেবে রাখা হবে ৷ ডানলপ থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করলে 413 নম্বর রেকটি যাত্রা শুরু করবে। এই রেকে থাকবেন শুধুমাত্র মোটরম্যান, কন্ডাক্টিং মোটরম্যান এবং অপারেশন ও মেইনটেনেন্সের আধিকারিকরা ৷