কলকাতা, 4 জুন :টোসিলিজুমাব ইঞ্জেকশন চুরির ঘটনায় তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । করোনার চিকিৎসায় জীবনদায়ী ইঞ্জেকশন হিসেবে এই ওষুধটির ব্যবহার করা হয় ৷ মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের বিরুদ্ধে ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠেছিল ।
পাশাপাশি ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজের ওই চুরির ঘটনায় স্বাস্থ্য ভবনের নির্দেশে একটি তিন সদস্যের কমিটি তৈরি হয়েছে । কমিটিতে রয়েছেন মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া, কার্ডিওথোরাসিক ও সার্জারি বিভাগের চিকিৎসকেরা । সর্বোপরি এর দায়িত্বে রয়েছেন নির্মল মাজি । ফলে মামলাকারীদের তরফে মামলায় পরিষ্কার জানানো হয়েছে, এর তদন্ত কতটা নিরপেক্ষ হবে তাই নিয়ে সন্দেহ আছে ।
মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রায় 10 লক্ষ টাকার 26টি টোসিলিজুমাব ইঞ্জেকশন বেআইনিভাবে চুরির অভিযোগ ওঠে এক চিকিৎসকের বিরুদ্ধে । চুরির তথ্য-প্রমাণ সামনে না এলেও, একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় সমাজ মাধ্যমে । যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা এখনও বিচার হয়নি । স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে । কিন্তু সেই তদন্ত আদৌ নিরপেক্ষ হবে কি না সেই প্রশ্ন তুলেই মামলা করা হয়েছে ।