কলকাতা, 21 জুলাই : ফি বছর একুশে জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন তৃণমূল নেতাদের ছবি নিয়ে বসেন তাঁরা । রজনী সাউ সেই রকমই একজন ছবি বিক্রেতা । শ্যামবাজার বাসিন্দা রজনী সাউ বিভিন্ন রাজনৈতিক দলের জনসভায় ছবি বিক্রি করেন ।
রজনীর দাবি, গতবারের থেকে এ বার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির পরিমাণ কমেছে । তাঁর কথায়, ''গত বছরও ছবি চাহিদা ছিল বিপুল । বিভিন্ন মাপের ছবি বিক্রিও হয়েছিল । এ বছর চাহিদা অনেকটাই কমেছে ।'' এবার নাকি 30-40 টার বেশি ছবি বিক্রি হয়নি । একই সঙ্গে তাঁর দাবি, এ বছর একুশে জুলাই সমাবেশ লোক কম হয়েছে । আর ভিড় কম হওয়াতে ছবির বিক্রিও কমেছে ।