কলকাতা, 12 এপ্রিল : করোনার টিকা নিতে এসেও প্রতিষেধক না পেয়ে ফিরে গেলেন বহু শহরবাসী ৷ কলকাতা পৌরনিগমের অধীনস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির 120টি সেন্টার থেকে দেওয়া হচ্ছে করোনার টিকা ৷ সোমবারও টিকাকরণ কেন্দ্রগুলির বাইরে ছিল দীর্ঘ লাইন ৷ কিন্তু দিল্লি থেকে পাঠানো টিকার জোগান কম হওয়ায় টিকা নিতে আসা বহু মানুষই ফিরে যেতে বাধ্য হন ৷
সোমবার টিকার জোগান কম থাকার কথা স্বীকার করে নেন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী ৷ এদিকে, কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এদিনও শহরে নতুন করে 1200-রও বেশি কোভিড রোগীর খোঁজ মিলেছে ৷ করোনার এই জোয়ারে আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যে ৷