কলকাতা, 12 অগস্ট : প্রথমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দুর্নীতির জোড়া ফলায় বৃদ্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । একের পর এক নেতার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়ায় তলানিতে তৃণমূলের ভাবমূর্তি। ঠিক এরকম অবস্থায় দলের সঙ্গ ছাড়লেন প্রবীণ নেতা পবন কুমার বর্মা (Pavan Varma)। শুক্রবার টুইটারে তাঁর দল ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি ।
প্রশ্ন উঠতেই পারে কে এই পবন বর্মা ! জাতীয় রাজনীতিতে পরিচিত নাম এই পবন কুমার বর্মা । জনতা দল ইউনাইটেড (JDU) থেকে গত নভেম্বর মাসের তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক । তিনি শুধু বিহারে প্রাক্তন সাংসদ ছিলেন না, তিনি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) প্রাক্তন উপদেষ্টা । একটা সময় তিনি ছিলেন ভুটানে ভারতের রাষ্ট্রদূত ৷ পরবর্তীতে তিনি রাজনীতিতে পা রাখেন এবং এককালে নীতীশ কুমারের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল । একটা সময় জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্ব সামলেছেন তিনি ।
গত নভেম্বর মাসে তিনি যখন তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন, তখন তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) দিল্লিতেই থাকবেন । আজ সেই প্রবীণ রাজনৈতিক নেতা টুইট বার্তায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি ৷ একই সঙ্গে তাঁর ইস্তফাপত্র যেন দল গ্রহণ করে সেই আবেদন তিনি করেছেন ।