পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফণীর জেরে কলকাতা বিমানবন্দরে শাটডাউন, বিপাকে যাত্রীরা - passenger'

সন্ধে 6 টায় পুরোপুরি শাটডাউন হয় কলকাতা বিমানবন্দর । যার জেরে বিপাকে একাধিক যাত্রী ।

ছবিটি প্রতীকী

By

Published : May 3, 2019, 10:47 PM IST

কলকাতা, 3 মে : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কথা ছিল কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে আজ রাত 9.30টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত । কিন্তু সময়ের আগেই ফণী ওড়িশায় আছড়ে পড়ায় বিকাল 4টে তেই কলকাতা বিমানবন্দরে বন্ধ করা হয় বিমান পরিষেবা । এরপর সন্ধে 6 টায় পুরোপুরি শাটডাউন হয় কলকাতা বিমানবন্দর । কার্যত সকাল থেকেই বিমান ওঠানামা বন্ধ ছিল সেখানে । বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিমানবন্দরের সব রকম কাজ । ঝড়ের পরিস্থিতি বুঝে DGCA-র নির্দেশ অনুযায়ী শুরু হবে পরিষেবা । তবে এখানকার সব কর্মীদের বন্দরের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যার জেরে বাতিল হয়েছে একাধিক বিমান ।

পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বিপাকে পড়েন বহু যাত্রী । কেউ ফিরতে পারেননি নিজের গন্তব্যে । বিপাকে পড়েছেন তাদের মধ্যে এক যুবকের নতুন চাকরিতে যোদ দেওয়ার কথা ছিল দুবাইয়ে । বাড়ির জমিজমা বেচে টিকিট কেটেছিলেন হায়দরাবাদ ভায়া দুবাইয়ের । আজ কলকাতা বিমানবন্দরে এসে জানতে পারেন বিমান পরিষেবা বন্ধ । যেতে না পারায় আপাতত আর্থিক সংকটের মুখে তিনি । বিদেশী যাত্রী যাঁরা এসেছেন তাঁদের জন্য কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়েছে । ব্যবস্থা করা হয়েছে রেস্টরুমেরও ।

ABOUT THE AUTHOR

...view details