পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata House Collapsed : কলকাতায় ফের ভাঙল পুরনো বাড়ি, মৃত 2 - rabindra sarani

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটির দোতলার বারান্দা ভেঙে পড়েছে । 2 জনের মৃত্যু ছাড়াও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ৷

Kolkata House Collapsed
পুজোর মুখে কলকাতায় ফের ভাঙল পুরনো বাড়ি, মৃত কমপক্ষে 2

By

Published : Oct 9, 2021, 9:03 PM IST

কলকাতা, 9 অক্টোবর : আহেরিটোলার পর এবার রবীন্দ্র সরণি । ফের কলকাতায় পুরানো বাড়ি ভেঙে ঘটল দুর্ঘটনা । পুজোর আগে সামান্য বৃষ্টিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মেছুয়া পট্টির 156 রবীন্দ্র সরণি এলাকার এক পুরানো বাড়ির একাংশ । এই দুর্ঘটনায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে ।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটির দোতলার বারান্দা ভেঙে পড়েছে । 2 জনের মৃত্যু ছাড়াও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভরতি করানো হয়েছে । মৃতদের মধ্যে একজনের নাম মহম্মদ তৌফিক বলে জানা গিয়েছে । তাঁর বয়স 24 বছর । অপর আরেক মৃত ব্যক্তির নাম রাজীব গুপ্ত, বয়স 47 ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : House Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার দায় ইঁদুরের, বলছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর

জানা গিয়েছে, মৃত দুই ব্য়ক্তি ওই বাড়ির বাসিন্দা নন। এদিন তাঁরা ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। সে সময় আচমকাই ওই বাড়ির একাংশ ভেঙে আহত হন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের বলে মৃত ঘোষণা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details